সকাল/আসর/মাগরিব এর নামাজের আগে/পরে কি নফল নামাজ পরা জায়েজ?
আসসালামু আলাইকুম।
❌ সুবহে সাদেক্ব থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের দু রাকআত সুন্নাত ব্যতীত অন্য কোন নফল নামাজ পড়া জায়েয নয়।
❌ আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নফল নামাজ পড়া নিষেধ।
❌ সূর্য ডোবার পর থেকে মাগরিবের ফরয পড়া পর্যন্ত নফল নামাজ পড়া জায়েয নয়।
তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৪০)


