যোহরের নামাজের ওয়াক্তের শেষ সময় কয়টা পর্যন্ত থাকে? আসরের শেষ সময় সূর্য অস্তের কয় মিনিট আগে শেষ হয় এবং মাগরিবের শেষ সময় মাগরিবের আযানের পর কয় ঘন্টা থাকে?
আসসালামু আলাইকুম।
যোহরের নামাযের ওয়াক্ত- দ্বি-প্রহরের সূর্য ঢলে পড়ার পর থেকে প্রত্যেক জিনিসের ছায়ামূল ব্যতিত দ্বিগুণ হওয়া পর্যন্ত।অর্থাৎ, ঠিক দ্বিপ্রহরের সময় কোন জিনিসের ছায়া যদি চার আঙ্গুল পরিমাণ থাকে,আর জিনিসটি হলো আট আঙ্গুল পরিমাণ লম্বা,তাহলে ওই জিনিসটার ছায়া যখন সর্বমোট বিশ আঙ্গুল পরিমাণ হবে,তখন যোহরের নামাযের ওয়াক্ত শেষ হয়ে যাবে।
✅ আসরের নামাযের ওয়াক্ত- যোহরের নামাযের ওয়াক্ত শেষ হবার সাথে সাথে আসর নামাযের ওয়াক্ত শুরু হয় এবং সূর্য সম্পূর্ণ অস্ত যাওয়া পর্যন্ত স্থায়ী হয়।
উল্লেখ্য, সূর্য অস্ত যাওয়ার বিশ মিনিট পূর্ব থেকে আসর নামাজ পড়া মাকরূহ।
✅ মাগরিবের ওয়াক্ত হচ্ছে সূর্য ডোবার পর থেকে পশ্চিম আকাশের সাদা আভা চলে যাওয়া পর্যন্ত।
তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৩৯)