যদি ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত নামায কাযা হয় তাহলে আমি কয় রাকাত পড়বো?
আসসালামু আলাইকুম আপু।
প্রত্যেক দিনের নামায ক্বাযা করতে সর্বমোট ২০রাক’আত নামায আদায় করা ফরয।
ফজরের ফরয নামাযের ক্বাযা পড়তে হয় ২ রাক’আত,যোহরের ৪ রাক’আত ফরয,আসরের ৪রাক’আত ফরয, মাগরিবের ৩ রাক’আত ফরয,এশা’র ৪ রাক’আত ফরয এবং বিতরের ৩ রাক’আত ওয়াজিব নামায।
উপরিউক্ত ২০রাক’আত নামায সারাদিনের ক্বাযা হিসেবে আদায় করা ফরয।
বি:দ্র: ফরয নামাযের ক্বাযা সম্পন্ন করা ফরয।অনুরূপ ওয়াজিব ও সুন্নাতের ক্বাযা সম্পন্ন করা যথাক্রমে ওয়াজিব ও সুন্নাত।
↪️ আপনার জন্য সারাদিনের কাযা ২০ রাকা’আত আদায় করা ফরয তবে আপনি চাইলে প্রত্যেক ওয়াক্তের সুন্নাত নামাযের ক্বাযাও আদায় করতে পারেন।
তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃষ্ঠা:১৯১)