যদি ফজর আর যোহর কাযা হয়ে যাই তাহলে কি আসরের নামাজের সময় সেই কাযা নামাজ গুলো কি পড়তে পারবে?
আসসালামু আলাইকুম।
কাযা নামায তারতীব অনুযায়ী সম্পন্ন করতে হয়, যেমন, ফযর, যোহর কাযা হলে প্রথমে ফযর, তারপর যোহর, তারপর আসর এভাবে পড়তে হবে। ৫ ওয়াক্ত পর্যন্ত কাযা হলে এ ধারাবাহিক তারতীব পালন করতে হবে । কারো যে কোন ওয়াক্ত থেকে নামায কাযা হলে আগে কাযা নামায আদায় করে তারপর যে ওয়াক্তের নামায আসবে তা আদায় করতে হবে। ওই ওয়াক্তের নামায, কাযা নামায সম্পন্ন করার আগে পড়লে শুদ্ধ হবে না।
তবে ৩ টি কারণে তারতীব পালন করতে হয় না। –
১/ কাযা নামাযের কথা মনে না থাকায় আগে ওয়াক্তিয়া নামায সম্পন্ন করলে ওয়াক্তিয়া নামায শুদ্ধ হয়ে যাবে।
২/ যদি সময় এতই কম হয় যে কাযা নামায সম্পন্ন করতে গেলে ওয়াক্তিয়া নামাযের সময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আগে ওয়াক্তিয়া নামায পড়ে নেবে।
৩/ কাযা নামাযের সংখ্যা যদি ৬ ওয়াক্ত বা তার বেশি হয় তাহলে তারতীব পালন করা জরুরী নয়।
তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃ-১৮৯)