মেয়েদের নামাযে দাঁড়ানো নিয়ে অনেকে বলে চার আঙ্গুল ফাকা রেখে দাঁড়াতে হয়,আর অনেকে বলে দু পা একসাথে লাগিয়ে দাঁড়াতে হয়।কোনটা সঠিক?
আসসালামু আলাইকুম।
নামাযে দাঁড়ানোর সময় মহিলাদের দুই পা মিলিয়ে দাঁড়াতে হবে। কারও শারীরিক গঠনের কারণে দুই পা মিলিয়ে দাঁড়াতে না পারলে সামান্য ফাঁক রেখে দাঁড়ানো যাবে তবে তা চার আঙ্গুলের বেশি হওয়া যাবে না।
তথ্যসূত্র-গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৬০)


