মাথার চুল সামনে দেখা গেলে কি নামাজ হবে?
আসসালামু আলাইকুম।
মাথার চুল সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা ফরয৷ কোন মহিলা যদি এতো পাতলা চাদর বা ওড়না দিয়ে মস্তক আবৃত করে যাতে করে মাথার চুল দেখা যায়-তবে তার নামাজ হবে না।
তথ্যসূত্র- বাহারে শরীয়ত৷ (৩য় খন্ড, পৃ-১০০)
গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ- ১৪৩)


