মাগরিবের নামাজের আগে অযুর নামাজ পড়া যাবে কী না?

মাগরিবের নামাজের আগে অযুর নামাজ পড়া যাবে কী না?

আসসালামু আলাইকুম। 

অযু করার পর অযুর অঙ্গ-প্রত্যঙ্গগুলো পরিপূর্ণভাবে শুষ্ক হওয়ার পূর্বে ‘তাহিয়্যাতুল অযু’র নামাজ পড়া মুস্তাহাব বা নফল। 

🔹কিন্তু এ প্রকার নফল নামাজ সুবহে সাদিকের পর হতে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং সূর্য অস্তের পর থেকে মাগরিবের ফরজ নামাজ পড়া পর্যন্ত সময়ে পড়া মাকরূহ। তবে অন্যান্য সময়ে প্রত্যেক অযুর পর তাহিয়্যাতুল অযুর নামাজ সময় ও সুযোগ হলে পড়া মুস্তাহাব বা নফল এবং অনেক সাওয়াবজনক।

🔹হাদীস শরীফে এ নামাজের ফযীলত সম্পর্কে বর্ণিত আছে, 

“যে ব্যক্তি অযু করার পর দু’রাকা’আত নামাজ এমন নিষ্ঠাপূর্ণ উদ্দেশ্যে পড়বে যে, ওই গুলোর মধ্যে প্ররোচনা আসবে না, আল্লাহ তা’আলা তার গুনাহ ক্ষমা করে দিবেন।” (মুসলিম ও বুখারী) 

🔹 এ নামাজ দু’রাকা’আত বিশিষ্ট,  নিয়্যতঃ

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَىْ صَلٰوةِ تَحِيَّةِ الْوَضُوءِ مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللّٰہُ اَكْبَرُ

 নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাক’আতাই সালাতি তাহিয়্যাতিল ওয়াদ্বূ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

📚তথ্যসূত্রঃ  📌যুগ জিজ্ঞাসা-[কৃতঃ মাওলানা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান।] (পৃ-১৫৮)

📌আমলে শরীয়ত ও সহীহ্ নামাজ শিক্ষা-[প্রকাশনাঃ আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।](পৃ-৫৮,৫৯)

📌গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৪০)