মাইকিং শুনে কি একা তারাবীহ নামাজ আদায় করা যাবে?
আসসালামু আলাইকুম।
মাইকিং শুনে তারাবীর নামায আদায় করলে হবে না কারণ এখানে দূরত্বের ব্যাপারটা থেকে যায়। যদিওবা ৪০ গজের কথা বলা হয় যদি মাঝখানে কোন বাঁধা না থাকে। সেক্ষেত্রে ৪০ গজ দূরেও নামায আদায় করা যাবে না কারণ মাঝখানে যদি কোন বাঁধা না-ই থাকে তাহলে কেন জামায়াত থেকে দূরে দাঁড়াবে? বরাবর জামায়াতের কাতারেই দাঁড়াবে।
তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।