বিতর নামায নাকি ৫ রাক্’আত। তিন রাক্’আত বিতর আর ২ রাক্’আত শাফী‘উল বিতর। এইটা কী সত্য?
আসসালামু আলাইকুম।
বিতর নামায তিন রাক্’আত। এটা এশার নামাযের পর পড়তে হয় এবং সোবহে কাযেব (সোবহে সাদিক শুরু হওয়ার আগে) পর্যন্ত পড়ার সময় থাকে। বিতর নামায ওয়াজিব৷ যদি ভুলে বা ইচ্ছাকৃত না পড়া হয় তাহলে ক্বাজা পড়া ওয়াজিব।
▪️বিতরের নামাযের পর দু’রাক্‘আত নফল নামায পড়া উত্তম। হাদীস শরীফে আছে- যদি রাতে কেউ তাহাজ্জুদ এর জন্য জাগ্রত হতে না পারে তাহলে এ নামায তাহাজ্জুদ এর স্থলাভিষিক্ত হবে। এ বিষয় হাদীস দ্বারা প্রমাণিত। উল্লেখ্য, এ দু’রাক্‘আত নামাযকে শাফী‘উল বিতর নামায বলা হয়। নফলের নিয়্যতে এ নামায পড়তে হয়।
তথ্যসূত্র- বাহারে শরীয়ত।-[৪র্থ খন্ড, পৃ-১৭,২৩]
গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৫০)
আমলে শরীয়ত ও সহীহ নামায শিক্ষা।-[প্রকাশনায়ঃ আন্জুমান এ রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট, (পৃ-৪১)]


