ফজরের নামাজে সূরা ফাতেহার পরের অন্য সূরাটি বড় হতে হবে এমন কোন নিয়ম কি আছে? আর যদি বড় সূরা পড়তে হয় তাহলে কত আয়াতের সূরা পড়বো? বড় সূরা না জানলে কয়েকটি সূরা একসাথে মিলিয়ে পড়া যাবে কিনা?

ফজরের নামাজে সূরা ফাতেহার পরের অন্য সূরাটি বড় হতে হবে এমন কোন নিয়ম কি আছে? আর যদি বড় সূরা পড়তে হয় তাহলে কত আয়াতের সূরা পড়বো? বড় সূরা না জানলে কয়েকটি সূরা একসাথে মিলিয়ে পড়া যাবে কিনা?

আসসালামু আলাইকুম।

ফরজ নামাজে বড় আয়াত বলতে যে কোন একটি সূরা বা বড় সূরার মোট তিন আয়াত বা তিন আয়াত সমতূল্য এক আয়াত পাঠ করবে।  কিন্তু বড় সূরা না পারলে কয়েকটা সূরা পড়তে হবে ব্যাপারটা এমন নয়। 

তথ্যসূত্র – ১. মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।

২. গাউসিয়া তারবিয়াতী নেসাব, (পৃষ্ঠাঃ ১৫৭)