নামাজ পড়া কালীন যদি কিছু ক্ষণ পর পর শরীর থেকে বায়ু বের হয় মত সন্দেহ লাগে এবং নামাজের সময়ও দুই রাকাতের জায়গায় তিন রাকাত, চার রাকাতের জায়গায় তিন রাকাত হয়ে যাচ্ছে এই রকম সন্দেহ লাগে, তাহলে কি নামাজ হবে?? কিংবা উহার করণীয় কি??

নামাজ পড়া কালীন যদি কিছু ক্ষণ পর পর শরীর থেকে বায়ু বের হয় মত সন্দেহ লাগে এবং নামাজের সময়ও দুই রাকাতের জায়গায় তিন রাকাত, চার রাকাতের জায়গায় তিন রাকাত হয়ে যাচ্ছে এই রকম সন্দেহ লাগে, তাহলে কি নামাজ হবে?? কিংবা উহার করণীয় কি??

আসসালামু আলাইকুম।

নামাযে কারও যদি বারবার এরকম কোন সন্দেহ আসে তাহলে তাদের উচিত প্রত্যেক নামাযের আগে সর্বপ্রথম দোয়া-দরূদ পড়ে পরিপূর্ণ সুন্নাত তরীকায় মনোযোগের সহিত ওযূ করা। তারপর কয়েকবার ইস্তিগফার পড়ে নামায শুরু করা। এভাবে চেষ্টা করতে থাকলে আশা করা যায় নামাযে এরকম সন্দেহ আসবে না, ইন শা আল্লাহ।  

তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।