নামাজ পড়া অবস্থায় মাঝে মাঝে বাচ্চা সামনে চলে আসে সিজদাহর স্থানে,সিজদাহ দিতে গিয়ে সমস্যা হয়,সেক্ষেত্রে কী করণীয়?
আসসালামু আলাইকুম ।
নামাযের আমল বহির্ভুত কিংবা নামাযকে সঠিক করার উদ্দেশ্য ব্যতীত ‘আমলে কাসীর’ করলে নামায ভঙ্গ হয়ে যায়। তবে ‘আমলে ক্বলীল’ করলে নামায ভঙ্গ হয় না। যে কাজটা করলে দূর থেকে দেখলে মনে হয় না যে, ওই ব্যক্তি নামাযে আছে, বরং নামাযে নেই বলেই দৃঢ় ধারণা হয়, সে কাজকে ‘আমলে কাসীর’ বলা হয়, আর যে কাজটা করলে দূর থেকে দেখলে মনে হয় নামাযের মধ্যে আছে তাহলে সেটাকে ‘আমলে ক্বলীল’ বলা হয় ٌ
নামাজে সিজদাহ দেয়ার সময় সিজদাহর স্থানে যদি বাচ্চা চলে আসে তাহলে আপনি ‘আমলে ক্বলীল’ এর মাধ্যমে বাচ্চাকে সরিয়ে দিতে পারবেন। অর্থ্যাৎ এক হাত দিয়ে একটু করে সরিয়ে দিতে পারবেন কোন সমস্যা নাই। কিন্তু খেয়াল রাখতে হবে দুই হাত ব্যবহার যেন না হয়, যাতে ‘আমলে কাসীর’ না হয়ে যায়।
তথ্যসূত্র – গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ- ১৭১)
মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।