নামাজের সিজদাই গিয়ে সিজদারত অবস্থাই সিজদার তসবি শেষ করে কি আল্লাহর কাছে দোয়া করা যাই , তাতে কি নামাজের কোন ক্ষতি হবে বা নামাজ ভঙ্গ হবে। এখন কথা হল সালাম ফিরানোর আগে কি সিজদারত অবস্থাই দোয়া করা যাই। আর যদি সেই রকম করা যায় , তাহলে দোয়া গুলো কি রকম করে করবো বা কোন রকম দোয়া গুলো করব?
আসসালামু আলাইকুম।
সাজদারত অবস্থায় দোয়া করলে আল্লাহর দরবার দোয়া কবুল হয়। তবে সেটা নামাজের ভিতরে না। নামাজের ভিতরে সাজদার মধ্যে সাজদার তাসবীহ ছাড়া অন্য দোয়া বা অন্য কিছু বলা যাবে না। এতে নামাজ আশংঙ্কাগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। নামাজ শেষে বা অন্য যে কোন সময়ে সাজদা দিয়ে সাজদারত অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করা যেতে পারে। এটি উত্তম। এতে কোন সমস্যা নেই।
তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।