তাহাজ্জুদের নামাজ কি অন্ধকারে পড়তে হয়? লাইট অন করে পড়লে কি সমস্যা হয়?? অনেকেই বলে আলোতে পড়লে নাকি হয় না নামাজ?
আসসালামু আলাইকুম।
🔵তাহাজ্জুদ এবং অন্যান্য যেকোন নামায অবশ্যই আলোতে পড়া যাবে।
🛑 তাহাজ্জুদের নামায অন্ধকারেরই পড়তে হবে এমন ধারণা ঠিক নয়। আলোতে নামায আদায় করলে আদায় হবে, কোন সমস্যা হবে না।
তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।