তওবার নামাজ এর নিয়ম সম্পর্কে জানতে চাই

তওবার নামাজ এর নিয়ম সম্পর্কে জানতে চাই

আসসালামু আলাইকুম। 

তাওবার নামাজঃ আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, ইবনে হাব্বাস স্বীয় সহিহ গ্রন্থে হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) থেকে বর্ণনা করেন, হুযূর (দ) এরশাদ ফরমায়েছন, “যখন কোন বান্দা গুণাহ করে অতঃপর ওযূ করে নামাজ পড়বে।  অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে এবং পুনরায় ওই গুণাহ করা হতে নিজেকে বিরত রাখবে, আল্লাহ তার গুণাহ ক্ষমা করবেন।” ইন শা আল্লাহ। 

তাওবার নামাজ অন্যান্য দুই রাক’আত নফল নামাজের নিয়মেই আদায় করা যায়। 

  • তাওবার নামাজের নিয়্যত- نَوَيْتُ أَنْ أُصَلِّیَ لِلّٰهِ تَعَالٰی رَكْعَتَیْ صَلٰوةِالتَّوْبَةِ مُتَوَجِّهًا اِلٰی جِهَةِالْكَعْبَةِ اشَّرِيْفَةِ اَللّٰهُ اَكْبَرُ-

উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসোয়াল্লিয়া লিল্লা-হি তা’আ-লা- রাক্’আতাই সোয়ালাতিত তাওবাহ্। মুতাওয়াজ্জিহান্ ইলা- জিহাতিল কা’বাতিশ শারী-ফাতি, আল্লাহু আকবর।

 

নামাজ শেষে নিম্নোক্ত দোয়াটি পড়বে- وَٱلَّذِينَ إِذَا فَعَلُواْ فَٰحِشَةً أَوْ ظَلَمُوٓاْ أَنفُسَهُمْ ذَكَرُواْ ٱللَّهَ فَٱسْتَغْفَرُواْ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّواْ عَلَىٰ مَا فَعَلُواْ وَهُمْ يَعْلَمُونَ

অর্থঃ এবং ঐসব লােক যখন (তাদের কেউ) অশ্লীলতা কিংবা স্বীয় আত্মার প্রতি যুলুম করে তখন তারা আল্লাহকে স্মরণ করে স্বীয় গুনাহর ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত গুনাহ কে ক্ষমা করবে? আর তারা জেনে বুঝে নিজেদের কৃত অপরাধের প্রতি পুনঃপুনঃ অগ্রসর হয় না।

এছাড়াও তওবা করার সময় নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হতে হবে এবং কান্নাকাটি করে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে৷ অতঃপর আল্লাহর নিকট ভবিষ্যতে এমন গুণাহ আর না করার প্রতিজ্ঞা করতে হবে। 

তথ্যসূত্র- আমলে শরীয়ত ও সহীহ নামাজ শিক্ষা। [প্রকাশনায়- আন্জুমান এ রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট] (পৃ-৬৪)

বাহারে শরীয়ত৷ (৪র্থ খন্ড, পৃ- ৪৯)