জুমুআর দিন মেয়েদের যোহরের নামাজের টাইম কেমন হবে? ছেলেরা মসজিদ থেকে আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে ? নাকি নামাজ এর টাইম অনুযায়ী পড়ে ফেলতে পারবে?

জুমুআর দিন মেয়েদের যোহরের নামাজের টাইম কেমন হবে? ছেলেরা মসজিদ থেকে আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে ? নাকি নামাজ এর টাইম অনুযায়ী পড়ে ফেলতে পারবে?

আসসালামু আলাইকুম।

জুমু’আর দিন মহিলারা যোহরের ওয়াক্ত শুরু হলে নামাজ পড়ে নিতে পারবেন। তবে উত্তম হচ্ছে পুরুষরা মসজিদ থেকে ঘরে আসার পর মহিলারা নামাজ পড়বে। 

 তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।