ছেলেমেয়ে একসাথে জামায়াতে নামাজ পড়তে গিয়ে যদি জায়গার সংকুলান না হয় তখন মেয়েরা পাশের রুম থেকে শামিল হতে পারবে?? 

ছেলেমেয়ে একসাথে জামায়াতে নামাজ পড়তে গিয়ে যদি জায়গার সংকুলান না হয় তখন মেয়েরা পাশের রুম থেকে শামিল হতে পারবে?? 

আসসালামু আলাইকুম।

জামা’আতের বিষয়টিতে অনেকগুলো খন্ড মাস’আলা বুঝতে হবে।

✅ প্রথমত,মেয়েদের জন্য মসজিদে জামাতের চেয়ে ঘরের কোণে নিভৃতে নামাজ আদায় অত্যধিক ফযীলতপূর্ণ। 

✅ দ্বিতীয়ত,বর্তমান পরিস্থিতিতে অনেক ঘরের পুরুষ সদস্যরা মহিলাদেরকে সাথে নিয়েই জামাতে নামাজ আদায় করছেন,সেক্ষেত্রেও নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহর কাছে জামাতের মহিমান্বিত ফযীলত প্রত্যাশী থাকবে।

তৃতীয়ত,পুরুষ-মহিলা নির্বিশেষে জামাতে নামাজের সুনির্দিষ্ট কিছু নিয়ম না জেনেই শুধুই ঝোঁকের বশে জামাতে দাঁড়িয়ে যাওয়া কোনক্রমেই উচিত হবেনা।

চতুর্থত,কোথাও যদি জামাতে নামাজের জন্য জায়গা সংকুলান না হয় সেক্ষেত্রে জামাতের শেষ কাতার থেকে চল্লিশ গজের মধ্যে অন্যস্থানে আরেক কাতার শুরু করা যাবে।এখন প্রশ্ন হল পিছনে জায়গা থাকলে অন্য রুমে বা অন্য জায়গায় জামাত পড়বেন কেন? আর তাতে যদি মাহরাম-গায়রে মাহরামের প্রশ্ন এসে যায় সেক্ষেত্রে আপনিই বিবেচনা করে দেখবেন এভাবে আদায়ের চেয়ে একাকী আদায় করে নেয়াটাই কি উত্তম নয়?

তবে পাশের রুমে আদায় করে নেয়া যাবে। তবে এক্ষেত্রেও ইমামের আগে কোন স্থানে কাতারবন্দি হওয়া যাবেনা।

সর্বশেষ কথা হল,পারিবারিক পরিবেশে মহিলারাও মাহরামের সাথে জামাতে অংশ নিতে পারবেন। তবে সার্বিকভাবে গায়রে মাহরামসহ ভিন্ন ভিন্ন রুমে জমায়েত করে জামাতে নামাজ পড়তে গিয়ে “জামাতে নামাজ আদায়ের নিয়মাবলী” না জেনে ভুল করে পড়ার চেয়ে মহিলারা নিজে একাকী নিরালায় নামাজের বিশুদ্ধ নিয়ম জেনে সে অনুযায়ী আদায় করাটাই শ্রেয়।

তথ্যসূত্র- গাউসিয়া তরবিয়াতী নিসাব, ১৬৪ পৃষ্ঠা।

মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা