চাশতের নামাজের সঠিক/মুস্তাহাব সময় বুঝার উপায়?

চাশতের নামাজের সঠিক/মুস্তাহাব সময় বুঝার উপায়?

আসসালামু আলাইকুম।

চাশতের/দোহার নামাযের সময়- ইশরাক্বের নামাযের পর সূর্যে খুব প্রখরতা আসার সময় থেকে শুরু হয়ে শরীয়ত সম্মত অর্ধ দিবস আরম্ভ হওয়া পর্যন্ত এর সময় থাকে। তবে উত্তম হলো দিবসের এক চতুর্থাংশে পড়া (দিনের বেলার সম্পূর্ণ অংশকে চার ভাগ করে তার প্রথম ভাগে)। সে হিসেবে বর্তমানে সকাল ৯ঃ০০ টার দিকে পড়া উত্তম। তবে এর আগে বা পরেও পড়া যাবে। 

তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৮৩)

বাহারে শরীয়ত।(৪র্থ খন্ড, পৃ-২৮,৫৪)