এশার নামাজের পর শাফী’উল বিতর দুই রাকাত নামাজ না পড়লে কি এশার নামাজ হবেনা, এটা কতটুকু সত্য?

এশার নামাজের পর শাফী’উল বিতর দুই রাকাত নামাজ না পড়লে কি এশার নামাজ হবেনা, এটা কতটুকু সত্য?

আসসালামু আলাইকুম। 

বিতর-এর পরে দু’ রাকা’আত নফল নামায(শাফী’উল বিতর) পড়া উত্তম। সে দু’ রাকা’আতের প্রথম রাকা’আতে “اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ” সুরা যিলযাল এবং দ্বিতীয় রাকা’আতে “قُلْ يٰۤأيُّهَا الْكَافِرُوْنَ” ( সুরা কাফিরুন)পড়া উত্তম।

হাদিস শরিফে এসেছে যে, ” যদি রাতে সজাগ না হতে  পারে তাহলে এই দু’ রাকা’আত তাহাজ্জুদের স্হলাভিষিক্ত হয়ে যাবে।

বি:দ্র: ইশার নামায শাফী’উল বিতর সহ মোট ১৭রাকা’আত। শাফী’উল বিতর  নফল নামায পড়লে স‌ওয়াব রয়েছে তবে না পড়লে ইশারের নামায হবে না এটা ভ্রান্ত ধারণা। 

তথ্যসূত্র – মু’মিনের নামায; পৃষ্ঠা:১৭৫-১৭৬। বাহারে শরীয়ত, মাসালা ১৯, পৃষ্ঠা-২৩