ইশরাক এর নামাজ আর দ্বোহার নামাজে কি সুন্নাতুর রাসূলিললাহি বলতে হবে নাকি নফল মোতোয়াজজিহান বলতে হবে ?

ইশরাক এর নামাজ আর দ্বোহার নামাজে কি সুন্নাতুর রাসূলিললাহি বলতে হবে নাকি নফল মোতোয়াজজিহান বলতে হবে ?

আসসালামু আলাইকুম আপু।

ইশরাক এবং দ্বোহার নামায হলো সুন্নাতে গায়র মোআক্কাদাহ, অর্থাৎ নফল পর্যায়ের নামায। রাসুলে পাক (দ) নিয়মিত এই নামায আদায় করতেন বিধায় এর নিয়্যতে ‘সুন্নাতে রাসুলুল্লাহ’ বলা হয়ে থাকে। কিন্তু ‘সুন্নাতে রাহুলুল্লাহ’ বললেও আদায় হবে নফল হিসেবে।

↪️ তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃ-১৮৩)