আমি ফজরের নামাজ পড়তে না পারলে,যোহরের সময় কি চার রাকাত পড়তে হবে না কি দুই রাকাত পড়লে হব?
আসসালামু আলাইকুম।
ফজরের নামায ক্বাযা হলে যোহরের সময় ২রাক’আত ক্বাযা পরলে হয়ে যাবে। তবে ২ রাক’আত সুন্নাত ও ক্বাযা করতে পারেন।
বি:দ্র:ফরয নামাযের ক্বাযা সম্পন্ন করা ফরয।অনুরূপ ওয়াজিব ও সুন্নাতের ক্বাযা সম্পন্ন করা যথাক্রমে ওয়াজিব ও সুন্নাত।
তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃষ্ঠা:১৮৯ ও ১৯১)