অফিসে হিজাব পড়ে থাকি। ওযু করার সময় নামাজের জন্য হিজাবের উপরে মাথা মাসেহ করা যাবে?

অফিসে হিজাব পড়ে থাকি। ওযু করার সময় নামাজের জন্য হিজাবের উপরে মাথা মাসেহ করা যাবে?

আসসালামু আলাইকুম।

হাত ভিজিয়ে মাথার এক চতুর্থাংশ মাসেহ্ করা ফরজ ৷ পাগড়ী, চাদর, ওড়নার উপর মাথা মাসেহ যথেষ্ট নয়। যদি কাপড় এতটুকু পাতলা হয় যে ভেজা হাত টপকে মাথার চতুর্থাংশ ভিজে যাবে তখন মাসেহ হবে৷ 

 

তথ্যসূত্র- বাহারে শরীয়ত। (২য় খন্ড, পৃ-২২)