অনেক সময় আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যে বিতর রেখেদিলে মাঝে মধ্যে বিতর মিস যাই,,তাহলে আমাদের করণীয় কি?

অনেক সময় আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যে বিতর রেখেদিলে মাঝে মধ্যে বিতর মিস যাই,,তাহলে আমাদের করণীয় কি?

আসসালামুআলাইকুম।

বিতর এর নামাজ হলো ওয়াজিব। তাই ওয়াজিব ভুলক্রমে বা কোন কারণে আদায় করতে না পারলে পরবর্তীতে অবশ্যই কাযা হিসেবে আদায় করে দিতে হবে। তা না হলে গুণাহগার হতে হবে। এছাড়া যারা নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায়কারী তাদের জন্য তাহাজ্জুদ এর সময় বিতর আদায় করা উত্তম। অন্যথায় এশার সময় বিতর আদায় করে দিলে তাহাজ্জুদ এর সময় আর বিতর এর নামাজ পড়তে হবে না। 

তথ্যসূত্র- বাহারে শরিয়ত