অজুর পরে যদি সাজ-গোজ করা হয় আর এ অবস্থায় নামাজ আদায় করলে নামাজ হবে কি না?
আসসালামু আলাইকুম।
অযুর পরে যদি সাজ-গোজ করা হয় আর এ অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত সাজসজ্জার কারণে যদি নামাজে মনোযোগ ব্যহত হয় তাহলে মাকরূহ হবে।
তথসূত্র- মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব।-মুদাররিস, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসা।


