সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় নামাজ পড়া হারাম। যদি নামাজ পড়তে দেরি হয়ে যায় তাহলে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের কতক্ষণ পরে কাজা নামাজ পড়া যাবে?
আসসালামু আলাইকুম।
সূর্যদোয়ের সময় থেকে শুরু করে পুরোপুরি উদয় হওয়া পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। পুরোপুরি উদয় হওয়ার সময়টার পরিমাণ ২০ মিনিট৷ অর্থ্যাৎ সূর্যোদয়ের সময় থেকে ২০ মিনিট পর্যন্ত নামাজ আদায় করা যাবে না। অনুরূপভাবে সূর্যাস্তের ২০ মিনিট পূর্ব থেকে নামাজ পড়া মাকরূহ।
তবে ঐ দিনের আসরের নামাজ কোনো কারণবশত না পড়ে থাকলে আদায় করে নিবে কিন্তু ইচ্ছাকৃতভাবে এতটুকু দেরী করা হারাম।
তথ্যসূত্র- বাহারে শরীয়ত। (৩য় খন্ড, পৃ-৫৩); গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৪০)


