ইশরাক এর নামাজের সময় কয়টায়?চাশত/ দোহার সময় কয়টায় শুরু? জাওয়ালের নামাজ কয়টায় পড়া যাবে?

ইশরাক এর নামাজের সময় কয়টায়?চাশত/ দোহার সময় কয়টায় শুরু? জাওয়ালের নামাজ কয়টায় পড়া যাবে?

আসসালামুআলাইকুম।

ইশরাক্বের নামাজের পদ্ধতি হচ্ছে– ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে থাকবেন, যিকর-আযকার করতে থাকবেন, পার্থিব কোন কাজকর্ম করবেন না এবং কথাবার্তাও বলবেন না। [যেহেতু মধ্যখানে দুনিয়াবি কাজকর্ম করলে সওয়াব হ্রাস পায়।] 

◼️ইশরাক্বের নামাজের সময় হচ্ছে যখন সূর্য পূর্ণাঙ্গভাবে উদিত হয়ে চারদিকে উজ্জল আলো ছড়িয়ে পড়ে। সূর্যোদয়ের অন্তত ২০ মিনিট পর সূর্যের এমন অবস্থা হয়। অতএব বর্তমান সূর্যোদয় ৬ঃ৩২ মিনিট অনুযায়ী ইশরাকের সময় হবে ৬ঃ৩২+২০ মিনিট= ৬ঃ৫২ মিনিট। 

◼️চাশতের/দোহার নামাজের সময়– ইশরাক্বের নামাজের পর সূর্যে খুব প্রখরতা আসার সময় থেকে শুরু হয়ে শরীয়ত সম্মত অর্ধ দিবস আরম্ভ হওয়া পর্যন্ত এর সময় থাকে। তবে উত্তম হলো দিবসের এক চতুর্থাংশে পড়া। সে হিসেবে বর্তমানে সকাল ৯ঃ৩০ টার দিকে পড়া উত্তম। তবে এর আগেও পড়া যাবে। 

◼️জাওয়ালের সময় হলো দিনের তৃতীয় প্রহরের প্রারম্ভ, মধ্যাহ্নোত্তর, অপরাহ্ণের সূচনা সময়; দিনের মধ্যভাগে বা দুপুরে সূর্য যখন মাথার ওপর থেকে পশ্চিম দিকে হেলে যায়। এই সময়কে ওয়াক্তুজ জাওয়াল বলা হয়। এটি মূলত মধ্যদিনের সিজদা ও নামাজ নিষিদ্ধ সময়ের পর জোহরের ওয়াক্তের সূচনাপর্ব। বর্তমান সময়ের হিসাব অনুযায়ী যোহরের ওয়াক্তের শুরু ১২ঃ০৬ টায়। অতএব এ সময়েই জাওয়ালের নামাজ আদায় করা যাবে। কারণ সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার সাথে সাথেই যোহরের ওয়াক্তের শুরু হয়। 

তথ্যসূত্র- আমলে শরীয়ত।-[প্রকাশনায় ও ব্যবস্থাপনায়ঃ আন্জুমান এ রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট।] (পৃ-৫৯)

গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৮৩)

বাহারে শরীয়ত।(৪র্থ খন্ড, পৃ-২৮,৫৪)