মহিলাদের নামাজ পড়ার নিয়ম কী রকম?

মহিলাদের নামাজ পড়ার নিয়ম কী রকম?

আসসালামু আলাইকুম। 

মহিলা ও পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে এই ব্যাপারে চার মাযহাবের (হানাফী, মালেকী, শাফেঈ, হাম্বলী) চার ইমামই একমত। এটা নিয়ে কোন এক ইমামেরও দ্বিমত নেই। আমরা যেহেতু হানাফী মাযহাবের অনুসারী সেহেতু আমাদের মাযহাব কী বলে সেই অনুসারে আমল করতে হবে।  শুধুমাত্র কোন স্কলারের রেফারেন্সে আমরা একাকী ভিন্নভাবে নামাজ আদায় করতে পারি না। 

মহিলাদের নামাজের নিয়ম আপনাদের জন্য আপাতত সংক্ষিপ্তাকারে নিম্নে দেয়া হলো। পরবর্তীতে ইন শা আল্লাহ চার মাযহাব অনুযায়ী এর যুক্তি ও বিস্তারিত বর্ণনা এবং আপনারা যেভাবে দেখতে চাচ্ছেন, সবাই যাতে বুঝতে পারে সেভাবে দেয়া হবে।।  

মহিলাদের নামাজ পড়ার নিয়ম

▪️ওযূ সহকারে ক্বেবলামুখী হয়ে দুই পা মিলিয়ে দাঁড়াবে (শারীরিক গঠনের জন্য দুই পা মিলিয়ে দাঁড়াতে না পারলে সামান্য ফাঁক করে দাঁড়ানো যাবে)। 

▪️তাকবীরে তাহরীমার সময় আস্তিন বা চাদর থেকে হাত বের না করে কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে তাকবীরে তাহরীমা বলবে এবং বাম হাতের তালু বুকের উপরে এবং ডান হাতের তালু বাম হাতের উপর রাখবে (দৃষ্টি থাকবে সাজদার স্থানে)। 

▪️রুকুতে সামান্য ঝুঁকবে অর্থ্যাৎ এতটুকু ঝুঁকবে যে হাটুর উপর হাত পৌচাবে এবং হাতের আঙ্গুলসমূহ মিলিয়ে রাখবে। পিঠ ও পা একটু ঝুঁকে রাখবে, পুরুষদের মত বেশী সোজা করবে না (দৃষ্টি থাকবে পায়ের উপর)।

▪️সাজদায় রানের সাথে পেট, বগলের সাথে বাহু একত্রে এবং কনুই যমীনে মিলিয়ে রাখবে এবং দুই পা ডানে বিছিয়ে রাখবে। (মহিলারা সব অঙ্গ মিলিয়ে সাজদা করবে) (দৃষ্টি নাকের দিকে)।

▪️বৈঠকের সময় দুই পা ডান দিকে বের করে দেবে এবং বাম রানের উপর ভর দিয়ে বসবে আর উভয় হাত রানের উপর রাখবে (দৃষ্টি কোলের উপর) । 

▪️পূর্ণ নামাজের সূরা ক্বির’আতে তাকবীর, সানা, তাসবীহ, দো’আ, দরূদ ইত্যাদি সর্বদা চুপে চুপে পড়বে। 

তথ্যসূত্র- মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।

  • গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৬০)।
  • আমলে শরীয়ত ও  সহীহ নামাজ শিক্ষা।-[প্রকাশনায়ঃ আন্জুমান এ রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট] (পৃ-২১)।
  • বাহারে শরিয়ত।(৩য় খন্ড, পৃ-১৭১)।