ফজরের আযানের পর নামাজ পড়ার আগে বা পরে কি কোনো নফল নামাজ পড়া যায়?
আসসালামু আলাইকুম।
সুবহে সাদেক্ব থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের দু’রাকাত সুন্নাত ব্যতীত অন্য কোন নফল নামায পড়া জায়েয নয়। এছাড়া ওমরী কাযা নামাজ বা আগের কাযা নামায পড়া যাবে। তবে খেয়াল রাখতে হবে ঠিক সূর্যোদয়ের সময় কোন ধরনের ফরয, ওয়াজিব, নফল, ক্বাযা নামাজ পড়া নিষেধ।
তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব, (পৃ-১৪০) ; মু’মিনের নামায। (পৃ-৮১)