পুরুষের নামাজ পড়ার সময় টুপি পড়া কি আবশ্যক?

পুরুষের নামাজ পড়ার সময় টুপি পড়া কি আবশ্যক?

আসসালামু আলাইকুম।

🔵 বর্তমানে টুপি বাজারে প্রচুর, মাথায় ফিট না হলে নতুন নেওয়া যায় মাঝেমাঝে টুপি ছাড়া নামায আদায় করলে নামায আদায় হবে তবে সেটা অভ্যাসে পরিণত করা অনুচিত, সবসময় টুপি ছাড়া নামায আদায় মাকরুহ।

তথ্যসূত্রঃ মাওলানা কাশেম রেযা নঈমী; মুদাররিস,জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদরাসা।