নামাজের মধ্যে এক সূরা ২ বার পড়লে যেমন জোহরের ৪ রাকাত সুন্নতে যদি সূরা ইখলাছ পড়া হয় আবার যদি ভুলে ফরযে বা ২ রাকাত নফলে সূরা ইখলাছ পড়ে ফেলে তাহলে কি সিজদায়ে সাহু দিতে হবে?নাকি নামাজ হয়ে যাবে?
আসসালামু আলাইকুম।
যে সব বিষয় নামাজে ওয়াজিব, সেগুলো থেকে যদি কোন ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাজদা-ই সাহভ ওয়াজিব। নামাজে ভুলে এক সূরা দুইবার পড়ে ফেললে সাজদা-ই সাহভ ওয়াজিব নয়। বরং ফরয নামাজে প্রথম দু’রাকাতে এবং নফল, বিতর ও সুন্নাতের প্রতি রাকআতে সূরা ফাতেহার সাথে ছোট একটি সূরা অথবা বড় সূরার ছোট তিন আয়াত মিলিয়ে পড়াই ওয়াজিব।
অতএব আপনার নামাজ হয়ে যাবে।
তথ্যসূত্র- ১.গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ- ১৬২)
২.বাহারে শরীয়ত (পৃ- ১৭৫)