দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল

দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল

দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ!🤍💚
গত ০৯ই নভেম্বর, ২০২৩ ইংরেজি, রোজ বৃহস্পতিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ -এর পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মুহাম্মদ বারিক এর সহযোগিতায় আব্দুল হক মেম্বারের বাড়ীর মাঠ প্রাঙ্গণে ১ম বার পবিত্র দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল সুসম্পন্ন হয়।
এতে প্রায় ৩০০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
📗উক্ত মাহফিলে দা’ওয়াতুল খায়র এর পরিচিত,গুরুত্ব,গাউসে পাক (রাদ্বী) এর শান-মান মর্যাদা,কমিটির কার্যক্রম, অযুর পদ্ধতি এবং মৃত ব্যক্তির গোসল-কাফন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন শাখা।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।💖