চার রাকাত সুন্নাত নামাযের নিয়্যত করলাম যদি তার ভিতরে ভুল হলে “সাজদা সাহু” কি চার রাকাত সুন্নাত নামাজের পর দিতে হবে নাকি সবগুলো নামায শেষ করে দিতে হয় ?

চার রাকাত সুন্নাত নামাযের নিয়্যত করলাম যদি তার ভিতরে ভুল হলে “সাজদা সাহু” কি চার রাকাত সুন্নাত নামাজের পর দিতে হবে নাকি সবগুলো নামায শেষ করে দিতে হয় ?

আসসালামু আলাইকুম।

🔵যেসব বিষয় নামাযে ওয়াজিব, সেগুলো থেকে যদি কোন ওয়াজিব ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাজদা-ই সাহ্ভ ওয়াজিব। (যে নামাযে ভুল করবেন ঐ নামাযের শেষ বৈঠকে সাহু সিজদা দিতে হয়) 

নিয়ম: শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফিরিয়ে দু’টি সাজদা করবে এবং পুনরায় শুরু থেকে তাশাহুদ শরীফ, দরূদে ইবরাহীম, দোয়ায়ে মাসূরা পড়ে সালাম ফেরাবে।

🚫বি:দ্র: নামাযের মধ্যকার ফরযসমূহ বাদ পড়লে সাজ্দা-ই সাহ্ভ যথেষ্ট নয়। বরং পুনরায় নামায পড়া ফরয।

তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৬২,১৬৩)