কোন কোন ওয়াক্ত এ ক্বাজা নামাজ পড়া যায় এবং কোন কোন ওয়াক্তে ক্বাজা নামাজ পড়া যায় না?

কোন কোন ওয়াক্ত এ ক্বাজা নামাজ পড়া যায় এবং কোন কোন ওয়াক্তে ক্বাজা নামাজ পড়া যায় না?

আসসালামুয়ালাইকুম আপু।

সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক দুপুর-এ তিন সময়ে ফরয, ওয়াজিব, নফল, ক্বাযা নামাজ পড়া এবং তিলাওয়াতে সাজদা জায়েয নয়। এ তিন সময় ব্যতীত সময়-সুযোগ পাওয়া মাত্রই ক্বাযা নামাজ আদায় করে দিতে হবে।  

তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব। (পৃ-১৯১)