কেউ যদি ইশার নামাজের সময়ে বিতর নামাজ আদায় করে তাহলে কি  তাকে তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আবার বিতর নামাজ আদায় করতে হবে? 

কেউ যদি ইশার নামাজের সময়ে বিতর নামাজ আদায় করে তাহলে কি  তাকে তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আবার বিতর নামাজ আদায় করতে হবে? 

আসসালামু আলাইকুম।  

এশার নামাযের সময় যদি বিতর এর নামায আদায় করে ফেলা হয় তাহলে তাহাজ্জুদ এর সময় আর বিতর আদায় করতে হবে না। তবে আমাদের হুযুর পাক (দ) তারাবীর পর তাহাজ্জুদ আদায় করে তারপর বিতর পড়তেন। সুতরাং এভাবে আদায় করা উত্তম। 

 

তথ্যসূত্র – মাওলানা কাসেম রেজা নঈমী সাহেব হুজুর, মুদাররিস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদরাসা।