কাযা নামাজের নিয়ত কি রকম করে পড়ব?

কাযা নামাজের নিয়ত কি রকম করে পড়ব?

আসসালামু আলাইকুম।

ক্বাযা নামাযের নিয়্যত:

ফযরের নামায ক্বাযা হলে নিয়্যত এভাবে করবেন-

نويت ان اقضي لله تعالي ركعتي صلوة الفجر الفاءتةفرض الله تعالي متوجها الي جهة الكعبة الشريفة الله اكبر

উচ্চারণ: নাওয়াইতু আন্ আক্বদিয়া লিল্লাহি তা’আলা রাক্’আতাই সালাতিল ফাজরিল তা-ইতায়ি।ফারদ্বুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শরীফাতি আল্লাহু আকবর।

উল্লেখ্য: যোহরের চার রাক’আত ফরয নামাযের ক্বাযা করতে হলে নিয়্যতে 

“রাক’আতাই” এর স্থলে বলতে হবে “আরবা’আ রাক’আ-তি”,আর মাগরিবের তিন রাক’আত ক্বাযা হলে বলতে হবে “সালাসা রাক-আ-তি”।এভাবে আসর ও এশা এবং বিতরের নামাযের ক্বাযাও যথাক্রমে “আরবা’আ রাক’আ-তি”,ও “সালাসা রাক-আ-তি” বলতে হবে।

তথ্যসূত্র- গাউসিয়া তারবিয়াতী নেসাব।(পৃষ্ঠা:১৮৯ )