
Urs e Ala Hazrat & Genaral Meeting on the occation of Rabiun_Noor
Through the ages, there have been thousands of Awliya,
Above them all stands A’la Hazrat!
With the torch of love for the Prophet in hand, he taught us the path of devotion—
He gave us the teachings of Mawlid gatherings, A’la Hazrat (may Allah have mercy on him)!
As-salamu Alaikum wa Rahmatullah
On 31st August 2024, corresponding to 25th Safar 1446 Hijri,
a special event was held by Gausia Committee Bangladesh – Women’s Council, in collaboration with Zahra Batool Islami Cultural Group, in honor of Urs-e-A’la Hazrat (R.A.) and the upcoming Rabi’un Noor, featuring a presentation of “Kalaam-e-Raza” and the monthly general meeting, Alhamdulillah.
→ 120 mothers and sisters attended in person,
and 60 others participated online, Alhamdulillah.
In the first session, the Na’at performers of Zahra Batool Islami Cultural Group, along with a few students from Jamia Ahmadiyya Sunnia Women’s Kamil Madrasa, presented timeless Na’at poetry of Imam Ahmad Raza Khan Fazil-e-Barelvi (R.A.), including translations and explanations.
Kazi Ayesha Sabrin, Secretary of Daurah-e-Tariqat of Gausia Committee Bangladesh Women’s Council, delivered an important speech on Imam A’la Hazrat (R.A.), discussing valuable lessons for women from his birth to his passing, the Maslak of A’la Hazrat, the context of Jamia, and his Na’atiya poetry filled with love and devotion, Alhamdulillah.
In the second session, the general meeting was held in light of the upcoming month of Rabi’ul Awwal. The session commenced with a welcome address by Nusrat Tamanna, Organizational Secretary of Gausia Committee Bangladesh Women’s Council.
Ms. Salma Nasrin, the honorable General Secretary, provided guidance on various organizational matters, urging all officers and executive members to maintain organizational discipline. She also announced several initiatives for the blessed month of Rabi’ul Awwal, including:
Welcoming Rabi’ul Awwal with an “Ahlan Wa Sahlan” program and flag-hoisting initiative,
Encouraging all workers, officers, and members to raise flags at their homes,
Presenting a gift of 1.2 million Salawat from 1st to 12th Rabi’ul Awwal,
Reciting the Majmua-e-Salawat-e-Rasool (SAW) thirty times over thirty days.
She concluded with a special call for all to strictly adhere to the organizational “chain of command.”
The event came to a conclusion with a heartfelt closing speech by Shahana Afroze, President of Gausia Committee Bangladesh Women’s Council, followed by Milad, Qiyam, Fatiha, and Du’a.
As a token of appreciation, the honorable Principal of Jamia Ahmadiyya Sunnia Women’s Kamil Madrasa gifted copies of the “Monthly Tarjuman” to the Women’s Council, which were distributed among the officers, workers, and participants.
May Allah grant us all the blessings and love of A’la Hazrat (R.A.),
enable us to serve the Deen and Maslak of A’la Hazrat,
and shower abundant blessings upon all programs of the upcoming Rabi’un Noor.
May He accept all of us in the court of our beloved Prophet (SAW), Ameen.
With best regards,
Gausia Committee Bangladesh Women Wing
যুগে যুগে হাজারো হযরত, সকল হযরতের উপর আ’লা হযরত!
ইশক্বে রসূলের মশাল হাতে শিখিয়েছেন নবীপ্রেম,
মীলাদ মাহফিলের শিক্ষা দিলেন মোদের, আ’লা হযরত রহ.!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
৩১শে আগস্ট, ২০২৪ মোতাবেক ২৫ সফর ১৪৪৬ হিজরি, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর আয়োজনে ‘যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী’ এর সহযোগিতায় উরসে আ’লা হযরত (রহ.) উপলক্ষে ‘কালামে রেযা পরিবেশনা’ এবং মাহে রবিউন নূর উপলক্ষে ‘মাসিক সাধারণ সভা’ অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ।
→ ১২০ জন মা-বোন এর উপস্থিতি
এবং অনলাইনে ৬০ জন মা-বোন অংশগ্রহণ এর মাধ্যমে মাহফিল সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ।
উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে “যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী”র না’ত খাঁবৃন্দ এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসার কয়েকজন শিক্ষার্থী ইমাম আহমদ রেযা খাঁ ফাযেলে বেরেলভি (রহ.) এর কালজয়ী না’তে রসূল অনুবাদ-ব্যাখ্যাসহ পেশ করেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর দাওরায়ে তরিকত সম্পাদক কাজী আয়েশা সাবরিন সাহেবা ইমাম আলা হযরত (রহ.) সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন যেখানে তিনি ইমাম আ’লা হযরত (রহ.) এর জন্ম থেকে ওফাত পর্যন্ত মহিলাদের জন্য শিক্ষণীয় বিষয়, মাসলাকে আ’লা হযরত ও জামেয়া প্রসঙ্গ এবং আ’লা হযরত (রহ.) এর নাতিয়া কালাম ও ইশক্ব-মুহাব্বাত নিয়ে আলোচনা করেন, আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় অধিবেশনে আসন্ন মাহে রবিউল আউয়াল উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সাংগঠনিক সম্পাদক নুসরাত তামান্না সাহেবার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার মাধ্যমে সভার সূচনা করা হয়।
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাবা সালমা নাসরিন সাহেবা সংগঠনের সকল কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্যদের সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সকলকে সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার জন্য বিশেষ আহ্বান জানান। এছাড়াও আসন্ন মাহে রবিউল আউয়াল মাস ঘিরে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক বিভিন্ন কর্মসূচির ঘোষণা প্রদান করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে আহলান সাহলান অনুষ্ঠান ও পতাকা উত্তোলন কর্মসূচি, সকল কর্মী, কর্মকর্তা ও সদস্যদের পতাকা উত্তোলনের আহ্বান, এক থেকে বারো রবিউল আউয়াল পর্যন্ত ১২ দিনে ১২ লক্ষ দরূদ শরীফ এর নজরানা পেশ, ত্রিশ দিনে ত্রিশ বার মজমূআহ-এ সালাওয়াতে রাসূল (দ:) খতম ইত্যাদি। পরিশেষে তিনি সকল কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্যদের সাংগঠনিক “চেইন অফ কমান্ড” মেনে চলার বিশেষ আহ্বান জানান।
সর্বশেষ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সভাপতি শাহানা আফরোজ সাহেবার সমাপনী বক্তব্য ও মিলাদ-ক্বিয়াম, ফাতিহা, মুনাজাতের মধ্যে দিয়ে উক্ত সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়– গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর জন্য তোহফা স্বরূপ “মাসিক তরজুমান” প্রদান করেন এবং সেগুলো বিভিন্ন কর্মী, কর্মকর্তা ও মা-বোনদের প্রদান করা হয়।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে আ’লা হযরত (রহ.) এর ফুয়ুযাত ও ইশক্ব-মুহাব্বাত হাসিল করার এবং মাসলাকে আ’লা হযরতের উপর থেকে দ্বীন মাযহাবের খেদমত করার তওফিক দিন। আসন্ন রবিউন নূর শরীফের সকল কার্যক্রমে অফুরন্ত বরকত দিন এবং সকলকে নবীজীর দরবারে কবুল ও মঞ্জুর করুন, আমীন।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ