
Two-Day Program in Honor of Sayyidah Fatimah Zahra (RadiAllahu Anha) Successfully Concluded
🔰 Two-Day Program Concluded in Honor of the Blessed Milad of Sayyidah Fatimah Zahra (RadiAllahu Anha) 🔰
“The veil that neither the sun nor the moon has ever seen – a million salams to that pure veil.” (Hadaiq-e-Bakhshish)
📜 In honor of the blessed Milad Sharif of the Leader of the Women of Paradise, the beloved daughter of the Prophet (ﷺ), the wife of Ali Murtaza, the mother of Hasanain, Sayyidah Fatimah Zahra Batul (RadiAllahu Anha), the “7th Anniversary” of the Zahra Batul Islami Cultural Group – the only cultural forum of Gausia Committee Bangladesh Women Wing – was celebrated on Sunday, 22nd December 2024 (19th Jumad al-Thani, 1446 Hijri). The event included a “Khatme Fatemi Sharif and Manqabat Mahfil” to welcome this auspicious occasion.
On Monday, 23rd December 2024 (20th Jumad al-Thani, 1446 Hijri), the central weekly Khatme Gausia Sharif was also performed under the auspices of the Gausia Committee Bangladesh Women Wing. Alhamdulillah, nearly 200 mothers and sisters participated in these programs, both online and offline, from across the world.
🔖 Highlights of the First Day’s Program:
- The gathering began with the recitation of the Holy Quran, followed by Na’at-e-Rasool (ﷺ) and Manqabats in honor of Sayyidah Fatimah Zahra (RadiAllahu Anha) and the Mashaikh-e-Hazrat, performed by the devoted na’at khwans of the Zahra Batul Islami Cultural Group. The soulful renditions filled the atmosphere with unparalleled devotion and love.
- Khatme Fatemi Sharif was conducted from the book “Sayyida Fatimah Batul Binte Rasool (ﷺ)” authored by the respected Mufti Qazi Muhammad Abdul Wajed (Zid Majduhu). Before the khatam, the Dawrat-e-Tariqat Secretary of Gausia Committee Bangladesh Women Wing, Qazi Ayesha Sabrin Sahiba, delivered a brief yet inspiring talk on the remarkable status and life lessons of Sayyidah Fatimah Zahra (RadiAllahu Anha) as a role model for women.
- The gathering was graced by the presence of the respected Advisor and Founder of Zahra Batul, Mrs. Fatema Zohra Begum Sahiba, the General Secretary Mrs. Salma Nasrin Sahiba, the Joint General Secretary Mrs. Zobeda Khanam Sahiba (who joined online), the Da’wate Khair Secretary Sayyidatun Noor Siddika Sahiba, and the Literature and Culture Secretary Farhatul Jinan Ruhi Sahiba, along with other dedicated officials and members of the Women Wing. The esteemed guests expressed their joy at the continuous progress of Zahra Batul in nurturing the hidden talents of women in the light of Islamic values.
- The mahfil concluded with Milad, Qiyam, and heartfelt dua, followed by the distribution of Tabarruk, as the gathering warmly welcomed the blessed date of 20th Jumad al-Thani.
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼
May Allah Ta’ala, through the unmatched honor and dignity of Sayyidah Fatimah Batul bint-e-Rasool (ﷺ), accept the humble services of all involved and shower His mercy upon all. Ameen. By the grace of Sayyidul Mursaleen (ﷺ).
🔰 Source: Zahra Batul Islami Cultural Group
🔰 With Salaam,
Gausia Committee Bangladesh Women Wing
🔰#বিলাদাতে_ফাতিমা_যাহরা (রা) উপলক্ষে #দুদিনের_কর্মসূচি সম্পন্ন।🔰
“যাঁর আঁচল কভু দেখেনি চন্দ্র ও সূর্য; সেই পবিত্র আঁচল সমীপে লাখো সালাম।”_(হাদায়েক্বে বখশিশ)
📜 নবী তনয়া, যওজায়ে আলী মুর্তাদ্বা, উম্মু হাসনাইন, খাতুনে জান্নাত, মা ফাতেমাতুয যাহরা বাতুল রা. এর শুভ বিলাদাত শরিফকে স্বাগত জানিয়ে ২২/১২/২০২৪, রবিবার, ১৯ জমাদিউস সানি গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সাংস্কৃতিক ফোরাম #যাহরা_বতুল_ইসলামি_সাংস্কৃতিক_গোষ্ঠী এর আয়োজনে “#খতমে_ফাতেমী_শরীফ ও #মানকাবাত_পরিবেশন_মাহফিল” এবং যাহরা বতুল এর #৭ম_বর্ষপূর্তি উদযাপন করা হয়। ২৩/১২/২০২৪, সোমবার, ২০ জমাদিউস সানি, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে কেন্দ্রীয় সাপ্তাহিক #খতমে_গাউসিয়া_শরিফ আদায় করা হয়, আলহামদুলিল্লাহ।
💠উভয় মাহফিলে অনলাইন-অফলাইন মাধ্যমে দেশ-বিদেশ হতে প্রায় দু’শ মা-বোন উপস্থিত ছিলেন, আলহামদুলিল্লাহ।
🔖১ম দিবসের কর্মসূচিতে, পবিত্র কালামে পাকের তিলাওয়াত, না’তে রসূল পরবর্তী মানাক্বীবে ফাতিমা যাহরা রা. সহ মানাক্বীবে মাশায়েখে হাযরাত পরিবেশন করেন যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠীর না’তখাঁবৃন্দ। তাঁদের মুহাব্বতের অপূর্ব নাজরানা স্বরূপ মনোমুগ্ধকর মানকাবাত পরিবেশনাতে মাহফিল হয়ে উঠে অতুলনীয়, লা-জাওয়াব।
🔖শ্রদ্ধেয় মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ (যীদা মাজদুহু) হুজুরের রচিত সৈয়্যদা ফাতেমা বতুল বিনতে রসূল (ﷺ) গ্রন্থ হতে খতমে ফাতেমী শরিফ আদায় পূর্বক নারী হিসেবে তাঁর জীবনাদর্শ হতে গ্রহণীয় শিক্ষা ও তাঁর আলীশান মান-মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সম্মানিত দাওরাতে ত্বরিক্বত সম্পাদক কাজী আয়েশা সাবরিন সাহেবা।
🔖উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের উপদেষ্টা, যাহরা বতুলের প্রতিষ্ঠাতা জনাব ফাতেমা জোহরা বেগম সাহেবা, সম্মানিত সাধারণ সম্পাদক সালমা নাসরিন সাহেবা, অনলাইনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জোবেদা খানম সাহেবা, দাওয়াতে খায়র সম্পাদক সৈয়্যদাতুন নূর সিদ্দিকা সাহেবা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফারহাতুল জিনান রুহি সাহেবাসহ উক্ত পরিষদের কর্মকর্তা ও কর্মীবৃন্দ। অতিথিবৃন্দ বলেন, যাহরা বতুল ইসলামি আদর্শে নারীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্রমশ এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।
🔖পরিশেষে, মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে ২০ জমাদিউস সানিকে বরণ করে তবারুক প্রদানের মাধ্যমে মাহফিলের ইতি টানা হয়।
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼
সৈয়্যদা ফাতেমা বতুল বিনতে রসূল (ﷺ) এর অবর্ণনীয় শান-মান-ইয্যতের উসিলায় আল্লাহ তায়ালা সংশ্লিষ্ট সকলকে এবং অধমদের নগণ্য খিদমাতকে কবুল আর মঞ্জুর করুন, আমীন। বিহুরমাতি সায়্যিদিল মুরসালিন।
🔰তথ্য সরবরাহে,
“যাহরা বতুল ইসলামি সাংস্কৃতিক গোষ্ঠী”
🔰সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।