
The Weekly Da’wat-e-Khair Women’s Mahfil At Alamgir Khanqah Sharif
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu,
Alhamdulillah…
On Thursday, 12th December 2024 (corresponding to 09 Jumada al-Thani, 1446 Hijri), the weekly Da’wat-e-Khair Women’s Mahfil organized by the Gausia Committee Bangladesh Women’s Council was held at Alamgir Khanqah Sharif with the presence of approximately 100 mothers and sisters.
Additionally, through Zoom, around 120 women participated in the Mahfil from nearly every division of Bangladesh, as well as from the UAE, Oman, and India.
📗 The Mahfil included enlightening discussions on:
The consequences of hypocrisy (Nifaq)
The glad tidings of Jannah for the true followers of Ahl-e-Sunnat wal-Jama’at
Important rulings from the Gausia Tarbiyati Nisaab regarding “Qada of lifetime missed prayers (Umri Qaza)” and the method of performing Qaza Salah
Heartfelt congratulations to all involved.
May Allah Rabbul Izzat accept everyone’s sincere service and efforts. Ameen!
Bi hurmati Sayyidil Mursaleen (ﷺ)
With peace and blessings,
Gausia Committee Bangladesh Women’s Wing
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আলহামদুলিল্লাহ…
১২ ডিসেম্বর, ২০২৪ইং, রোজ বৃহস্পতিবার, ০৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি “আলমগীর খানকা শরীফে” প্রায় ১০০ জন মা-বোনের উপস্থিতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” অনুষ্ঠিত হয়। এতে যুমের মাধ্যমে অনলাইনে দেশের প্রায় প্রতিটি বিভাগ সহ সংযুক্ত আরব আমিরাত, ওমান, ও ভারত হতে প্রায় ১২০ জন মা-বোন মাহফিলে অংশগ্রহণ করেন।
উক্ত মাহফিলে মুনাফিকির পরিণাম এবং আহলে সুন্নাত ওয়াল-জামাত জান্নাতে প্রবেশের সুসংবাদ ও গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে “ওমরী কাযা ও কাযা নামাজ” সংক্রান্ত মাস’আলা সম্পর্কে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জত সকলের খেদমতকে কবুল করুন, আমিন!
বিহুরমাতি সায়্যিদিল মুরসালিন (ﷺ)।
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।