
The Weekly Da’wat-e-Khair Women’s Mahfil at Alamgir Khanqah Sharif
Assalamu Alaikum wa Rahmatullah,
Alhamdulillah!
On Thursday, 19th December 2024 (corresponding to 16 Jumada al-Thani, 1446 Hijri), the weekly Da’wat-e-Khair Women’s Mahfil organized and conducted by the Gausia Committee Bangladesh Women’s Council was held at Alamgir Khanqah Sharif with the participation of approximately 130 mothers and sisters.
Additionally, around 120 women joined the Mahfil via Zoom from nearly every division of Bangladesh as well as from the UAE, Oman, and India.
The Mahfil included detailed discussions on:
The consequences of hypocrisy and ways to attain salvation from Hell, based on verses from the Qur’an
Protection from the whisperings of Shaytan, according to Hadith
From the Gausia Tarbiyati Nisaab, various rulings and matters concerning Fasting (Roza)
Heartfelt congratulations to all involved.
May Allah Rabbul Izzat accept everyone’s sincere efforts and grant us the ability to attain the pleasure and acceptance of our respected spiritual guides (Huzur Qibla-gan). Ameen.
Bi hurmati Sayyidil Mursaleen (ﷺ)
With warm regards,
Gausia Committee Bangladesh Women’s Wing
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ।
১৯ডিসেম্বর ,২০২৪ ইং, রোজ বৃহস্পতিবার ১৬ জমাদিউসানি,১৪৪৬ হিজরি, “আলমগীর খানকাহ শরীফে” প্রায় ১৩০ জন মা-বোনের উপস্থিতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত ও পরিচালিত সাপ্তাহিক “দাওয়াতে খায়র মহিলা মাহফিল ” হয়। এতে যুমের মাধ্যমে অনলাইনে দেশের প্রায় প্রতিটি বিভাগ সহ সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ভারত হতে প্রায় ১২০ জন মা-বোন মাহফিলে অংশগ্রহণ করেন।
উক্ত মাহফিলে কুরআন হতে মুনাফিকদের পরিণতি ও জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়, হাদিসে পাক হতে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বিরত রাখা এবং গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে রোজা সংক্রান্ত বিভিন্ন মাস’আলা মাসায়েল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে মোবারক বাদ জানাচ্ছি।
আল্লাহ রব্বুল ইজ্জত সকলের খেদমতকে কবুল করুক এবং হুজুর ক্বিবলাগণের রেজা মন্দি হাসিল করার তৌফিক দান করুন। আ-মিন।
বিহুরমাতি স্যায়্যিদিল মুরসালিন। (ﷺ)
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ