
Simultaneous Da’wat-e-Khair Women’s Mahfils Held in Three Locations in Chattogram
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh.
Alhamdulillah 💝
On 11th January 2025, under the supervision of Gausia Committee Bangladesh Women Wing, Da’wat-e-Khair Women’s Mahfils were successfully held in three locations in Chattogram:
➡️ Raozan (Kadolpur)
➡️ Patiya (Haidgaon)
➡️ Fatikchhari (Kipaitnagar)
★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★
1st Da’wat-e-Khair Women’s Mahfil in Kadolpur, Raozan
Organized by Gausia Committee Bangladesh, Hazrat Miskin Shah (Rah.) Unit, Kadolpur, Raozan.
→ Over 300 mothers and sisters attended.
🔘 The initiative to provide free medical services on the occasion of this Da’wat-e-Khair Women’s Mahfil was commendable. Ma sha Allah!
★ ★★★★ ★★★★★ ★★★ ★★
1st Da’wat-e-Khair Women’s Mahfil in Haidgaon, Patiya
Organized by Gausia Committee Bangladesh, Haidgaon Union Women’s Branch, with the overall support of the proposed Patiya Upazila Women’s Branch.
→ Over 250 mothers and sisters attended.
★ ★★★★ ★★★★ ★★★ ★★
3rd Da’wat-e-Khair Women’s Mahfil in Kipaitnagar, Fatikchhari
Organized by Gausia Committee Bangladesh, 3rd Ward Kipaitnagar Branch, at the premises of Kipaitnagar Government Primary School.
→ Nearly 900 mothers and sisters attended.
📖 In this Da’wat-e-Khair Mahfil, detailed discussions were held on the identity, importance, and necessity of Da’wat-e-Khair, the significance of Shab-e-Meraj, the method and virtues of Salah, and the Islamic procedure for bathing and shrouding deceased women.
The enthusiasm of the attending mothers and sisters was highly commendable.
However, it was observed that some previously set guidelines by the Gausia Committee Bangladesh Women Wing were not fully followed during the arrangements by Miskin Shah (Rah.) Unit and Kipaitnagar Branch. It is hoped that the organizing committees will be more mindful of this in future programs.
May Allah Subhanahu wa Ta’ala accept everyone’s efforts, Ameen.
Bihurmati Sayyidil Mursaleen (ﷺ).
With prayers and warm regards,
Gausia Committee Bangladesh Women Wing.
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ 💝💝
১১ই জানুয়ারি ২০২৫ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের পরিচালনায় চট্টগ্রামের তিন জায়গায় দাওয়াতে খায়র মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়—
➡️রাউজান (কদলপুর)
➡️পটিয়া (হাইদগাওঁ)
➡️ফটিকছড়ি(কিপাইতনগর)
★ ★★ ★★ ★★ ★★ ★★ ★★ ★
গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরত মিসকিন শাহ (রহঃ) ইউনিট, কদলপুর , রাউজান এর ব্যবস্থাপনায় “১ম দাওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
→এতে ৩০০জন এর অধিক মা-বোন উপস্থিত ছিলেন।
🔘 দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ ছিলো প্রশংসনীয়৷ মা শা আল্লাহ!
★ ★★★★ ★★★★★ ★★★ ★★
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা পটিয়া উপজেলা (প্রস্তাবিত) এর সার্বিক সহযোগিতায়;গাউসিয়া কমিটি বাংলাদেশ,হাইদগাঁও ইউনিয়ন মহিলা শাখা,পটিয়ার ব্যবস্থাপনায় “১ম দাওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
→এতে ২৫০জন এর অধিক মা-বোন উপস্থিত ছিলেন।
★★★★★★★★★★★★★★★★
গাউসিয়া কমিটি বাংলাদেশ,৩নং ওয়ার্ড কিপাইত নগর শাখা এর ব্যবস্থাপনায় কিপাইত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এ ৩য় তম “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” অনুষ্ঠিত হয়।
→এতে প্রায় ৯০০জন মা-বোন উপস্থিত ছিলেন।
📖 উক্ত দা’ওয়াতে খায়র মাহফিলে দা’ওয়াতে খায়রের পরিচয়, গুরুত্ব, প্রয়োজনীয়তা ও শবে মেরাজ, নামাজের পদ্ধতি ও ফযীলত এবং মৃত মহিলার গোসল ও কাফন বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।
উপস্থিত মা-বোনদের আগ্রহ ছিল অত্যন্ত প্রশংসনীয়।
মাহফিল আয়োজনে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক পূর্ব নির্ধারিত বেশকিছু নিয়মের ব্যতিক্রম পরিলক্ষিত হয়। ভবিষ্যতে মিসকিন শাহ (রহ:) ইউনিট ও কিপাইতনগর শাখা আয়োজক কমিটি এ বিষয়ে সচেতন থাকবেন বলে আশা করছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমাতকে কবুল করুন,আ-মীন।
বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন(দরুদ)।
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।