Orientation & Grand Mahfil 2025 | Quran Course, Urs of Sayyidah Fatima (RA) & Wiladat of Ghaus-e-Pak (RA)

Orientation & Grand Mahfil 2025 | Quran Course, Urs of Sayyidah Fatima (RA) & Wiladat of Ghaus-e-Pak (RA)

Orientation & Grand Mahfil 2025 | Quran Course, Urs of Sayyidah Fatima (RA) & Wiladat of Ghaus-e-Pak (RA)

Assalamu Alaikum wa Rahmatullah!

Ahlan wa Sahlan Ya Ramadan…🌙

💓 Alhamdulillah! Alhamdulillah! Alhamdulillah! 💓

On Saturday, 2nd Ramadan | 3rd March 2025, by the grace of Almighty Allah, Gausia Committee Bangladesh Women Wing successfully held the Orientation Program of the “Sahih Quran Tilawat & Essential Masail Course 2025”, alongside a Special Grand Mahfil commemorating the Urs of Sayyidah Fatima-tuz-Zahra (RA) and the Wiladat of Ghaus-e-Azam (RA).

🕌 The blessed event took place offline at the sacred Alamgir Khanqah Sharif and online via Zoom, with heartfelt participation from over 400 women, including mothers, sisters, students from schools, madrasahs, colleges, and universities—both from Bangladesh and abroad.

✨ Over 250+ registered trainees joined the session in person and online.

🔹 The program began with recitation from the Holy Qur’an, followed by Na’at-e-Rasul ﷺ presented by Zahra Batool Islamic Cultural Group.

🔹 Welcome speech, course syllabus & plan for 2025, and introduction of trainers were shared.

🔹 A special introductory class on Tajweed was conducted as part of the orientation.

🔹 Thereafter, a brief yet profound discussion took place highlighting the blessed life and virtues of Ghaus-e-Pak (RA) and Sayyidah Fatima (RA).

🔹 The program concluded with important class guidelines, Milad, Qiyam, Fatiha, and heartfelt du’a.

🤲 May Allah Subhanahu wa Ta’ala grant us all the ability to recite the Holy Qur’an with Tajweed and learn essential Islamic rulings correctly. Ameen.

Bi Hurmati Sayyidil Mursalin ﷺ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ! 

আহলান সাহলান মাহে রমাদ্বান…🌙

💓আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!  আলহামদুলিল্লাহ!💓

২রা রমজান,০৩রা মার্চ, ২০২৫ইং, রোজ শনিবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবছরও ♥”সহীহ কুরআন তিলাওয়াত ও জরুরী মাসাইল শিক্ষা কোর্স-২০২৫ইং”♥ এর অরিয়েন্টেশন প্রোগ্রাম এবং সেই সাথে উরসে মা ফাতেমা তুজ যাহরা (রাঃ) ও বিলাদতে গাউসে পাক (রাঃ) উপলক্ষ্যে আজীমুশশান মাহফিল, অফলাইনে পবিত্র আলমগীর খানকাহ শরীফে এবং অনলাইনে যুমের মাধ্যমে দেশ-বিদেশের সাধারণ মা-বোন, বিভিন্ন স্কুল-কলেজ,মাদরাসাহ ও কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে, প্রায় চার-শতাধিক মহিলার স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

অনলাইন ও অফলাইন মিলিয়ে এবারে প্রায় ২৫০+ রেজিস্ট্রেশনকৃত প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন। 

🩵 কোর্সের শুরুতে পবিত্র কুরআন হতে তিলাওয়াত এবং যাহরা বতুল ইসলামিক সাংস্কৃতিক গোষ্ঠী কর্তৃক নাতে রাসুল (দ) পরিবেশনার পরে শুভেচ্ছা বক্তব্য, কোর্স প্ল্যান এবং কোর্সের সিলেবাস ২০২৫, প্রশিক্ষক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অতঃপর প্রাথমিকভাবে অরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে তাজভীদ বিভাগের প্রথম পরিচিতিমূলক ক্লাসটি অনুষ্ঠিত হয়। সবশেষে গাউসে পাক (রঃ) ও মা ফাতেমা (রঃ) এর শানে বয়ান, উনাদের জীবনী এবং কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়। সবশেষে আগামীকাল হতে কোর্সের নিয়মিত ক্লাসের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান, মিলাদ-কিয়াম, ফাতেহা ও মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

🔹আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা আমাদের সবাইকে পবিত্র কুরআন সহীহ শুদ্ধভাবে তাজভীদ সহকারে তিলাওয়াত করার এবং জরুরী মাস’আলা-মাসাইল শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আ-মীন।🤲🏻 

বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

সালামান্তে,

গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।♥