
Multiple Da’wat-e-Khair Women’s Gatherings Successfully Held in December 2024 – Gausia Committee Bangladesh Women Wing
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh.
Alhamdulillah.
🗓️ 7th December 2024 (Saturday) – Under the supervision of Gausia Committee Bangladesh Women Wing and organized by Gausia Committee Bangladesh Sheikhpara Branch, a successful 5th Da’wat-e-Khair Women’s Mahfil was held near Sheikhpara School, Noapara, Rauzan Thana.
→ Approximately 750 women participated.
🔹 During this Da’wat-e-Khair Mahfil, the virtues of Salah (Namaz) and Zikr, the dangers of curses and backbiting, the duties of a wife towards her husband, and the virtues and method of Wudu were discussed in detail.
🔲 Source: Gausia Committee Bangladesh Women Branch, Rauzan Thana (Proposed).
★★★★★★★★★★★★★★★★
🗓️ 20th December 2024 (Friday) – Organized by the Gausia Committee Bangladesh Women Wing and managed by the Gausia Committee Bangladesh Women Branch, Chandgaon Thana, the 16th Da’wat-e-Khair Women’s Mahfil was successfully held at Muslim Saheb’s residence under Gausia Committee Bangladesh Abul Fatema Unit.
→ Approximately 30 women participated.
🔹 During this Da’wat-e-Khair Mahfil, the status of Hazrat Siddiq-e-Akbar (R.A), the love for Rasool (ﷺ), the consequences of backbiting, and the importance of purity for women from the Gausia Tarbiyati Nisaab were discussed in detail.
🔲 Source: Gausia Committee Bangladesh Women Branch, Chandgaon Thana, Chattogram Metropolitan.
★★★★★★★★★★★★★★★★
🗓️ 21st December 2024 (Saturday) – Organized by the Gausia Committee Bangladesh Women Wing, hosted by the family of the late Dr. Muhammad Nazir Ahmed, and supported by the Gausia Committee Bangladesh Bulbuli Para Unit, the 3rd Da’wat-e-Khair Women’s Mahfil was successfully held at the residence of the late Dr. Muhammad Nazir Ahmed.
→ Approximately 50 women participated.
🔹 During this Da’wat-e-Khair Mahfil, the status of Hazrat Siddiq-e-Akbar (R.A), the pure love for Rasool (ﷺ), sincerity in intention, the method of Salah for the sick, the significance of following a Madhhab and Tareeqat, and the special deeds of the month of Rajab were discussed in detail, based on the Quran and Hadith.
💠 May Allah Subhanahu wa Ta’ala accept the efforts and services of everyone involved. Ameen. Bi Hurmat-e-Sayyidil Mursaleen (ﷺ).
🔲 Source: Gausia Committee Bangladesh Women Branch, Hathazari Thana (Proposed).
With prayers and warm regards,
Gausia Committee Bangladesh Women Wing.
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।🤍
আলহামদুলিল্লাহ্
০৭ই ডিসেম্বর ২০২৪ ইংরেজি, রোজ শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ শেখপাড়া শাখা, শেখপাড়া,নোয়াপাড়া,
রাউজান থানার ব্যবস্থাপনায় শেখপাড়া স্কুলের পার্শ্বে ৫ম দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ৭৫০জন মা-বোন উপস্থিত ছিলেন।
🔹উক্ত দাওয়াতে খায়র মহিলা মাহফিলে নামায ও যিকিরের ফযিলত,অভিশাপ ও গীবতের ভয়াবহতা, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এবং অযুর ফযিলত ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
🔲তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, রাউজান থানা (প্রস্তাবিত)
★★★★★★★★★★★★★★★★
২০শে ডিসেম্বর ২০২৪ ইংরেজি, রোজ শুক্রবার, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায়- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, চান্দগাঁও থানার ব্যবস্থাপনায়,গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুল ফাতেমা ইউনিটের- “মুসলিম সাহেবের বাড়ীতে” ১৬ তম “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ৩০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
🔹উক্ত দাওয়াতে খায়র মহিলা মাহফিলে সিদ্দিকে আকবর (রা:) এর শান ও ইশ্বকে রাসূল(দরূদ),গীবতের পরিণাম, এবং গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে মহিলাদের পবিত্রতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, চান্দগাঁও থানা, চট্টগ্রাম মহানগর।
★★★★★★★★★★★★★★★★
২১শে ডিসেম্বর, ২০২৪ ইংরেজি, রোজ শনিবার গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর পরিচালনায়, মরহুম ডাঃমুহাম্মদ নাজির আহমদ সাহেবের পরিবার এর আয়োজনে,গাউসিয়া কমিটি বাংলাদেশ,বুলবুলি পাড়া ইউনিট এর সহযোগিতায় মরহুম ডাঃ মুহাম্মদ নাজির আহমদ সাহেবের বাসভবনে ৩য় “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ৫০ জন মা-বোন উপস্থিত ছিলেন।
🔹উক্ত দাওয়াতে খায়র মহিলা মাহফিলে কুরআন-হাদীসের আলোকে সিদ্দীকে আকবর (রা:) এর শান ও ইশ্বকে রাসূল(দরূদ),নিয়তের পরিশুদ্ধতা, এবং গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে রোগীর নামাজ এর পদ্ধতি,মাযহাব ও তরীকত্বের প্রয়োজনীয়তাসহ রজব মাসের আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমতকে কবুল করুন, আ-মীন। বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
🔲তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, হাটহাজারী থানা (প্রস্তাবিত)
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।🩵