Monthly General Meeting & path Ashor – Gausia Committee Bangladesh Women Wing

Monthly General Meeting & path Ashor – Gausia Committee Bangladesh Women Wing

Monthly General Meeting & path Ashor – Gausia Committee Bangladesh Women Wing

Alhamdulillah! 💝

On Saturday, 22nd February 2025 at 2:30 PM, the Monthly General Meeting and Path Ashor of Gausia Committee Bangladesh Women Wing was successfully held, preceded by the sacred Khatm-e-Ghausia Sharif.

🔸 During the learning session, the Bangla translation of the recent organizational speech of Peer-e-Bangla Hazrat Sabir Shah (M.Z.A) delivered online was presented.

🔸 In the general meeting, the Organizational Secretary elaborated on the duties and responsibilities of the executive members and reminded everyone of the actionable guidance derived from Peer-e-Bangla’s message.

🔸 All executive members were encouraged to actively promote the upcoming “Sahih Quran Recitation and Essential Masail Course 2025” in their respective areas for Ramadan.

🔸 Additionally, the following Ramadan programs were announced:

  • 30 Qur’an completions in 30 days
  • Completion of Majmu’ah Salawat-e-Rasul (ﷺ)

🔸 An Iftar Distribution Program by the Women Wing was also announced. The Social Welfare Secretary encouraged all mothers and sisters to participate and contribute financially to this noble cause.

More than 200 participants including officers, workers, executive members, and general members attended the meeting both online and offline.

📿 May Allah Subhanahu wa Ta’ala, through the waseelah of Rasulullah ﷺ, Ghaus-e-Pak, and all mashayekh, grant us the tawfiq to participate physically and financially in all the programs planned for the upcoming holy month of Ramadan. Ameen.

Bihurmat Sayyidil Mursalin ﷺ.

With salam and warm regards,

Gausia Committee Bangladesh Women Wing

আলহামদুলিল্লাহ! 💝

২২শে ফেব্রুয়ারি ২০২৫, শনিবার দুপুর ২:৩০টায় গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে পবিত্র খতমে গাউসিয়া শরীফ আদায়পূর্বক ফেব্রুয়ারি মাসের মাসিক সাধারণ সভা ও পাঠ আসর অনুষ্ঠিত হয়।

🟨পাঠ আসরে পীরে বাঙ্গাল সাবির শাহ (মি.জি.আ) হুজুর কিবলা কর্তৃক অনলাইনে প্রদত্ত সাম্প্রতিক সাংগঠনিক বক্তব্যের বাংলা তরজমা উপস্থাপন করা হয়।

🟨 সাধারণ সভায় সাংগঠনিক সম্পাদক কার্যনির্বাহী সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং পীরে বাঙ্গাল হুজুর ক্বিবলার বক্তব্য থেকে সকলের করণীয় ও শিক্ষার বিষয়ে সচেতন করেন।

🟨 মাহে রমজান উপলক্ষে আয়োজিত “সহীহ কুরআন তিলাওয়াত ও জরুরী মাসাইল শিক্ষা কোর্স-২০২৫” সম্পর্কে নিজ নিজ এলাকায় প্রচারণার জন্য সকল কার্যনির্বাহী সদস্যদের উৎসাহ প্রদান করা হয়।

🟨 পাশাপাশি মাহে রমজানে ৩০ দিনে ৩০টি কুরআন খতম ও মজমূয়াহ-এ সালাওয়াতে রাসূল (ﷺ) খতম আদায় কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এবং সবাইকে এ মহান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির গ্রহণের ঘোষণা দিয়ে সকল মা-বোনদের এতে আর্থিকভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান সংগঠনের সমাজসেবা দপ্তর সম্পাদক।

উক্ত সাধারণ সভায় অনলাইন ও অফলাইনে মোট দুই শতাধিক কর্মকর্তা, কর্মী, কার্যনির্বাহী ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লার রাসুলে করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউসে পাক ও মাশায়েখে হযরতের উসিলায় আসন্ন মাহে রমজান উপলক্ষে গৃহীত সকল কর্মসূচিতে শারীরিক ও আর্থিকভাবে শরিক হওয়ার তৌফিক দান করুন। আমীন।

বিহুরমাতি সায়্যেদিল মুরসালিন (ﷺ)।

সালামান্তে,

 গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।