Monthly General Meeting of Gausia Committee Bangladesh Women Wing – May 2024
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh.
Alhamdulillah!
On 25th May 2024 (the last Saturday of the month), at 4:00 PM, under the guidance of Gausia Committee Bangladesh Women Wing, the monthly general meeting for the month of May was held after the completion of the blessed Khatme Gausia Sharif. 💝
🟨 In this general meeting, a reading session was organized with all the branch committee officers and executive members of Gausia Committee Bangladesh Women Wing. During the session, practical training on the Sunnah procedure of the obligatory Ghusl (ritual bath) was provided from the Gausia Tarbiyat Nisab. The importance of practicing this important matter and encouraging others to do so was emphasized.
A total of 70 officers and executive members, both online and offline, were present at the general meeting.
May Allah Subhanahu wa Ta’ala accept everyone’s efforts through the blessings of Rasul-e-Karim (ﷺ),Gause Pak, and the Mashayikh of our esteemed scholars. May He accept us all as true Gawsian soldiers, continuing the mission of this noble cause. Ameen.
~ Maasalam~
Gausia Committee Bangladesh Women Wing. 💚
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ!
২৫শে মে, ২০২৪ ইংরেজি (মাসের শেষ শনিবার) বিকাল ৪:০০ ঘটিকা হতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের পরিচালনায় পবিত্র খতমে গাউসিয়া শরীফ আদায়পূর্বক মে মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 💝
🟨উক্ত সাধারণ সভায় গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সকল শাখা কমিটির কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্যদের নিয়ে পাঠ আসর অনুষ্ঠিত হয়। পাঠ আসরে গাউসিয়া তারবিয়াতি নেসাব হতে হাতে কলমে ফরজ গোসলের সুন্নাত পদ্ধতি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ মাসাালা নিজে চর্চা করা ও অন্যকে চর্চা করতে উৎসাহিত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
উক্ত সাধারণ সভায় অনলআইন-অফলাইনে মোট ৭০ জন কর্মকর্তা-কার্যনির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লার রাসুলে করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউসে পাক ও মাশায়েখে হযরতের সদকায় হযরতের দেওয়া এই নেয়ামতে কুবরার কাজ চালিয়ে যাওয়ার বাসনায় নিমজ্জিত সবাইকে সাচ্ছা গাউসিয়ান সৈনিক হিসেবে কবুল করুন, আ-মীন।
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।💚