Mehfil-e-Noor: Grand Women’s Gathering in Bakolia on the Occasion of Eid-e-Milad-un-Nabi ﷺ and Fateha-e-Yazdaham
As-salamu Alaikum wa Rahmatullah.
🩵 “It is the Beloved’s ﷺ gathering that must be adorned with love for the Beloved ﷺ. Only those arrive whom the Prophet ﷺ himself invites.” 🩵
Pir-e-Bangla Huzur Qibla says—
“Let every home resound with the praises of Mustafa ﷺ.”
Alhamdulillah! Alhamdulillah! 💙
On Monday, January 6, 2025, under the arrangement of Gausia Committee Bangladesh Women Wing,Bakolia Unit, a grand women’s gathering “Mehfil-e-Noor” was successfully held with the participation of nearly 500 mothers and sisters. The event was organized in honor of the sacred occasions of Eid-e-Milad-un-Nabi ﷺ and Fateha-e-Yazdaham.
Alhamdulillah! 💝
💝 The program began with a recitation from the Holy Qur’an, followed by Na’at-e-Rasul ﷺ, manqabat in praise of Ghaus-e-Pak Hazrat Abdul Qadir Jilani (R), welcome speeches, and introductory remarks.
💝 Honorable Muallimas from the Gausia Committee Bangladesh Women Wing delivered insightful lectures. Topics included the birth of the Holy Prophet ﷺ, the significance and virtues of celebrating Eid-e-Milad-un-Nabi ﷺ, and the noble rank of Ghaus-e-Pak Sayyiduna Hazrat Abdul Qadir Jilani (R) and his spiritual authority.
♦️ Finally, representatives of the Baklia Women’s Unit delivered organizational guidelines and closing remarks. The gathering concluded with Milad, Qiyam, supplication (du’a), and the distribution of tabarruk (blessed food).
Alhamdulillah! 💓
🔹We pray to Allah Subhanahu wa Ta’ala to grant us the ability to follow the guidance of our Mashayekh-e-Kiram, and to accept everyone’s humble service in His path. Ameen.
Bihurmat-e-Sayyidil Mursalin ﷺ.
💢Source: Gausia Committee Bangladesh Women Wing, Bakolia Thana, Chattogram Metropolitan.
🔰With prayers and warm regards,
Gausia Committee Bangladesh Women Wing 💖
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
🩵মেহবুব (ﷺ) কি মেহফিল কো মেহবুব (ﷺ) সাজাতে হ্যায়!
আতে হ্যায় ওয়াহি জিনকো সরকার (ﷺ) বুলাতে হ্যায়!🩵
পীরে বাঙ্গাল হুজুর কিবলা বলেন–
“হার ঘারসে মুস্তফা জানে রাহমাতকি সাদায়ে হো”
আলহামদুলিল্লাহ!আলহামদুলিল্লাহ!💙
৬ই জানুয়ারি ২০২৫ইং, রোজ সোমবার গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, বাকলিয়া এর ব্যবস্থাপনায় অত্র থানার প্রায় ৫০০ জন মা-বোনদের উপস্থিতিতে 💚পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) ও ফাতেহা-ই ইয়াজদাহুম 💚 উপলক্ষে এক আজিমুশশান মহিলা মাহফিল *মেহফিলে_নূর* সুসম্পন্ন হয়।
আলহামদুলিল্লাহ! 💝
💝 পবিত্র কুরআন হতে তিলাওয়াত, না’তে মুস্তফা (ﷺ), শাহেন শাহে বাগদাদ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী (রা)’র শানে মানকাবাত পরিবেশনা এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান ও বয়ানের মাধ্যমে মাহফিলের সুচনা হয়।
💝মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ এর সম্মানিত মুয়াল্লিমাগণ। বক্তৃতার বিষয়বস্তু হিসেবে নবী করীম (ﷺ)এর বেলাদত মুবারক, পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) পালন করার গুরুত্ব, দলিল ও ফযীলত এবং পীরানে পীর দস্তগীর ,হুযুর গাউসে পাক সায়্যিদুনা হযরত আব্দুল ক্বাদির জিলানী(রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) এর গাউসিয়াতের শান সম্পর্কে সারগর্ভ আলোচিত হয়।
♦️সর্বশেষ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, বাকলিয়া থানার পক্ষ থেকে আগত অতিথি গণের পক্ষ থেকে সাংগঠনিক দিক নির্দেশনা, সমাপনী বক্তব্য ও মিলাদ-ক্বিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। 💓
🔹আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা আমাদেরকে সর্বদা মাশায়েখে কিরামের নির্দেশনা মোতাবেক আমল করার তাওফিক দান করুন এবং সকলের খেদমাতকে কবুল করুন, আ-মীন। বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন (ﷺ)।
💢তথ্যসূত্র: গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, বাকলিয়া থানা, চট্টগ্রাম মহানগর।
🔰সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।💖