
Khatme Fatemi Sharif and Manqabat Mahfil in Honor of Sayyidatina Fatimatuz Zahra (RadiAllahu Anha) and Hazrat Abu Bakr Siddiq (RadiAllahu Anhu)
Assalamu Alaikum
📜 Organized by the only cultural forum of Gausia Committee Bangladesh Women Wing, #Zahra_Batul_Islami_Cultural_Group, on Sunday, 22nd December 2024 (Jumad al-Thani, 1446 Hijri), a “Khatme Fatemi Sharif and Manqabat Mahfil” was held online to mark the blessed #Milad_Sharif of the Leader of the Women of Paradise, the beloved daughter of the Prophet (ﷺ), Sayyidatina Fatimatuz Zahra Batul (RadiAllahu Anha). A total of 47 participants joined online from the Gausia Committee Bangladesh Women Unit, Dhaka (Proposed).
♦️ After Maghrib:
On the occasion of the blessed Milad Sharif of Sayyidatina Fatimatuz Zahra Batul (RadiAllahu Anha) and the Urs of Hazrat Abu Bakr Siddiq (RadiAllahu Ta’ala Anhu), the following activities were held:
- Recitation of the Holy Qur’an, Khatme Gausia Sharif, and various other Khatms, followed by the distribution of Tabarruk (blessed food).
- At the Hujra Sharif of “Shahenshah-e-SiriKot (RadiAllahu Anhu)” in the Khanqah-e-Qaderia Sayedia Tayyebia, Kayettuli, carpets were spread in his honor.
- Winter pitha (traditional cakes) were served to the students and teachers of Tayyebia Hafezia Sunnia Madrasa and Orphanage, Kayettuli.
- 20 kg of rice and flour were distributed to two Peer sisters as part of the charity efforts.
Source: Gausia Committee Bangladesh Women Unit, Dhaka (Proposed)
With prayers and warm regards,
Gausia Committee Bangladesh Women Wing
আসসালামু আলাইকুম
📜 গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের একমাত্র সাংস্কৃতিক ফোরাম #যাহরা_বতুল_ইসলামি_সাংস্কৃতিক_গোষ্ঠী এর আয়োজনে ২২শে ডিসেম্বর ২০২৪ইং,জমাদিউস সানি,১৪৪৬ হি, রবিবার, জান্নাতের নারীদের সরদারনী, নবী তনয়া মা ফাতেমাতুয যাহরা বাতুল রা. এর শুভ #বিলাদাত_শরীফ উপলক্ষে “খতমে ফাতেমী শরীফ ও মানকাবাত পরিবেশন মাহফিলে” গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা ঢাকা(প্রস্তাবিত) থেকে অনলাইনে মোট- ৪৭ জন জয়েন হন।
♦️বা’দ মাগরিব -“জান্নাতের নারীদের সরদারনী, নবী তনয়া মা ফাতেমাতুয যাহরা বাতুল রা. এর শুভ বিলাদাত শরীফ এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু তাআ’লা আনহুর উরসে পাক উপলক্ষে-
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা ঢাকা(প্রস্তাবিত)এর আয়োজনে আলহামদুলিল্লাহ,
১/খতমে কুরআন শরীফ, খতমে গাউসিয়া শরিফ সহ অন্যান্য খতমসমূহ আদায় শেষে তাবারুক এর আয়োজন করা হয়।
২/খানকাহ্ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া কায়েৎটুলীতে “শাহেন শাহে সিরিকোট (রা)” হুজরা শরীফে গালিচা বিছানো হয়।
৩/তৈয়্যবিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা, কায়েৎটুলীর ছাত্র এবং শিক্ষকদের জন্য শীতকালীন পিঠার আয়োজন করা হয়।
৪/২জন পীর বোনকে ২০ কেজি চাল ও ময়দা বিতরণ করা হয়।
তথ্যসরবরাহে- গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা ঢাকা( প্রস্তাবিত)
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।