
উরসে কুল উদযাপন
June 19 @ 2:00 pm - 6:00 pm

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
আগামী ১৯ শে জুন, ২০২৫ইং,রোজ বৃহস্পতিবার প্রতিবছরের ন্যায় এ বছরও গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে আমাদের সিলসিলায়ে আলীয়া ক্বাদেরিয়ার তিন হযরাতে কেরাম যথাক্রমে-
খাজায়ে খাজেগান খলীফায়ে শাহে জিলান, খাজা আব্দুর রহমান চৌহরভী (রঃ), বানীয়ে জামেয়া, কুতুবুল আউলিয়া শাহেনশাহে সিরিকোট সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রঃ) এবং বানীয়ে গাউসিয়া কমিটি,গাউসে জামান হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রঃ) এবং সিলসিলায়ে আলীয়া ক্বাদেরিয়া দরবারের মা-ঈ সাহেবান রহমাতুল্লাহি আলাইহিম আজমাঈন এর উরসে কুল
উক্ত মাহফিলে সকলে শরীক হয়ে মাশায়েখে হযরতের ফুয়ুজাত হাসিল করার জন্য মা-বোনদের প্রতি আন্তরিক দাওয়াত রইলো।
তারিখ-১৯-০৬-২০২৫
সময়-দুপুর ২ টা
স্থান-আলমগীর খানকাহ শরীফ,চট্টগ্রাম।
সালামান্তে
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।