
Da’wat-e-Khair Women’s Mahfils Held in Patiya and Chandgaon
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuh.
Alhamdulillah, under the supervision of Gausia Committee Bangladesh Women Wing, Da’wat-e-Khair Women’s Mahfils were successfully held on the following dates:
➡️ 2nd January 2025 – Patiya
➡️ 12th January 2025 – Chandgaon Thana
★ ★★★★★★★★ ★★ ★
With the overall support of Gausia Committee Bangladesh Women Wing, Patiya Upazila Women Branch (Proposed), and 5 No. Habilasdwip Union Branch, the 1st Da’wat-e-Khair Women’s Mahfil was organized by Char Kanai Dakkhin Sheikhpara As’adiya Samidiya Memorial Council at Sheikhpara New Jame Masjid Field, Char Kanai, West Patiya.
→ Over 200 mothers and sisters attended.
🔹 The Mahfil included discussions on the significance and virtues of Da’wat-e-Khair, love for the Prophet (ﷺ), the exemplary character of Sayyiduna Siddiq-e-Akbar (ra), and practical training on the Islamic method of bathing and shrouding the deceased. The virtues of the sacred month of Rajab were also highlighted.
★ ★★★★★★★★ ★★ ★
In addition, the 14th Da’wat-e-Khair Women’s Mahfil was organized by the Gausia Committee Bangladesh Women Wing, Chandgaon Thana, at the residence of Zafar Master, Northeastern Farider Para Unit, Chandgaon.
→ Around 35 mothers and sisters participated.
🔹 The Mahfil included discussions on the incident of Me’raj-un-Nabi (ﷺ), the status and role of Awliya Kiram, and practical guidance from the Gausia Tarbiyati Nisaab, covering the virtues of Rajab, prayer, and its correct method.
May Allah Subhanahu wa Ta’ala accept everyone’s sincere efforts, Ameen.
Bihurmati Sayyidil Mursaleen (ﷺ).
With prayers and warm regards,
Gausia Committee Bangladesh Women Wing.
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের পরিচালনায় ২তারিখ ও ১২ তারিখ দাওয়াতে খায়র মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়—
➡️২রা জানুয়ারি ২০২৫,পটিয়া
➡️১২ই জানুয়ারি ২০২৫, চান্দগাওঁ থানা
★★ ★★★★★★★★★ ★★★★
পশ্চিম পটিয়া ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখা এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা পটিয়া উপজেলা (প্রস্তাবিত) এর সার্বিক সহযোগিতায়;গাউসিয়া কমিটি বাংলাদেশ, চরকানাই দক্ষিণ শেখপাড়া আস’ আদিয়া ছমীদিয়া স্মৃতি পরিষদ এর ব্যবস্থাপনায়
চরকানাই পশ্চিম পটিয়া ( শেখপাড়া নতুন জামে মসজিদ মাঠ) “১ম দাওয়াতে খায়র মহিলা মাহফিল” সুসম্পন্ন হয়।
👉এতে ২০০+ মা-বোন উপস্থিত ছিলেন।
🔹উক্ত দাওয়াতে খায়র মহিলা মাহফিলে দাওয়াতে খায়র এর গুরুত্ব ও ফযিলত ; রাসূলের প্রতি মুহাব্বত ও সিদ্দীকে আকবর রা. এর আদর্শ এবং মৃত ব্যক্তির গোসল কাফন প্রশিক্ষণ সরাসরি দেখানো হয়। রজব মাসের আমল সম্পর্কে আলোচনা করা হয় ৷
★★ ★★★★★★★★★ ★★★★
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা শাখা, চান্দগাঁও থানার ব্যবস্থাপনায়,গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর-পূর্ব ফরিদের পাড়া ইউনিটের- “জাফর মাস্টারের বাড়ীতে” ১৪ তম *“দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল”* সুসম্পন্ন হয়।
→এতে প্রায় ৩৫ জন মা-বোন উপস্থিত ছিলেন।
🔹উক্ত দাওয়াতে খায়র মহিলা মাহফিলে মে’রাজুন্নবী(দরূদ) এর ঘটনা, আউলিয়া কেরামের পরিচয়, এবং গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে রজব মাসের আমল,নামাযের ফযীলত ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা সকলের খেদমতকে কবুল করুন, আ-মীন। বেহুরমাতে সায়্যিদিল মুরসালীন (দরুদ)।
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।