
“Da’wat-e-Khair Women’s Mahfil at Alamgir Khanka Sharif
Assalamu Alaikum wa Rahmatullahi wa Barakatuhu,
Alhamdulillah…
On Thursday, December 5, 2024 (01st Jumada al-Thani, 1446 Hijri), the weekly “Da’wat-e-Khair Women’s Mahfil”, organized by the Gausia Committee Bangladesh Women Council, was held at Alamgir Khanka Sharif with the participation of approximately 120 mothers and sisters in person.
Additionally, through online Zoom connection, around 130 participants joined the Mahfil from across all divisions of Bangladesh as well as from the UAE, Oman, and India.
📗 Topics discussed during the Mahfil included:
The importance of offering Salah (prayer) with focus and calmness
The signs of a hypocrite (Munafiq)
The consequences of forgetting the Surahs of the Qur’an
A session from the Gausia Tarbiyati Nisab on the virtues and practices of the month of Jumada al-Thani, and
A special talk on the virtues of Sayyiduna Abu Bakr As-Siddiq (RA).
We extend heartfelt congratulations to all involved.
May Allah Rabbul Izzat accept everyone’s sincere efforts. Ameen!
Bi-hurmati Sayyidil Mursaleen (ﷺ).
With Salam,
Gausia Committee Bangladesh Women Wing
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আলহামদুলিল্লাহ…
০৫ ডিসেম্বর, ২০২৪ইং, রোজ বৃহস্পতিবার, ০১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি “আলমগীর খানকা শরীফে” প্রায় ১২০ জন মা-বোনের উপস্থিতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক “দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল” অনুষ্ঠিত হয়। এতে যুমের মাধ্যমে অনলাইনে দেশের প্রায় প্রতিটি বিভাগ সহ সংযুক্ত আরব আমিরাত, ওমান, ও ভারত হতে প্রায় ১৩০ জন মা-বোন মাহফিলে অংশগ্রহণ করেন।
📗উক্ত মাহফিলে মনোযোগ ও ধীরস্থির ভাবে নামায আদায়ের গুরুত্ব, মুনাফিকের আলামত এবং কুরআনের সূরা সমূহ ভুলে যাওয়ার পরিণাম ও গাউসিয়া তারবিয়াতী নেসাব হতে “জমাদিউস সানী মাসের আমল ও ফযিলত” ও সিদ্দিকে আকবর (রা)’র শানে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল ইজ্জত সকলের খেদমতকে কবুল করুন, আমিন!
বিহুরমাতি সায়্যিদিল মুরসালিন (ﷺ)।
সালামান্তে~
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।