Celebrating a Decade of Spiritual Unity: Gausia Committee Bangladesh Women Wing’s 10th Anniversary
💝 There are no words to express gratitude for the mercy that the Prophet (ﷺ) has shown us! 💝
Heartfelt wishes to all well-wishers of Gausia Committee Bangladesh Women Wing for the Bengali New Year and the 10th Anniversary of its establishment.
Alhamdulillah!
On Sunday, April 14, 2024, at 3:00 PM, an online Grand Khatm-e-Gausia Sharif and discussion session was held to celebrate the 10th anniversary and the beginning of the 11th year of Gausia Committee Bangladesh Women Wing. This event witnessed spontaneous participation from sisters across the country and abroad. 💚
🔰 After the recitation of the Holy Qur’an and Salat upon the Prophet (ﷺ), the esteemed Organizational Secretary of Gausia Committee Bangladesh Women Wing, Nusrat Tamanna Saheba, delivered a detailed discussion on the journey of this unparalleled spiritual organization, from its inception to the present. She expressed gratitude for the continued blessings and prayers received from the esteemed Hazraat-e-Kiraam and the gifts and du’as granted every year.
Following this, the members and officials of Gausia Committee Bangladesh Women Wing offered their gratitude through the recitation of the Khatm-e-Gausia Sharif.
🔺 It is worth mentioning that Syeda Meherunnisa, the dedicated officer of the Dhaka Committee from Madinah Sharif, and representatives from the UAE branch, including Syeda Lutfunnesa, Syeda AL- Mumtahinah Fasiha, and Syeda Tashil Rahmah, along with the Joint General Secretary of Gausia Committee Bangladesh Women Wing, Jobeda Khanom Saheba, who joined from Makkah Mukarramah, all participated in this blessed event. Jobeda Khanom Saheba shared a valuable discussion about meeting the esteemed Mashaikh and the significance of their du’as. 🤲
Additionally, the esteemed advisor of Gausia Committee Bangladesh Women Wing, Fatema Johra Begum Saheba, from Makkah Mukarramah, presented a special prayer in front of the Ka’bah 🕋 for all participants, Alhamdulillah. 💘
Present online were the General Secretary, Salma Nasreen Saheba, the Dawate Khayr Secretary, Syedatun Noor Siddika, the Da’wah-e-Tariqat Secretary, Kazi Ayesha Sabrina Saheba, along with other officials and members.
May Allah grant us all the opportunity to remain under the blessed guidance of Hazraat-e-Kiraam, and may we become accepted followers and servants of His Eminence. May Allah bless all members and officers associated with the Gausia Committee Bangladesh Women Wing with the ability to serve in a manner that leads to success in both this world and the Hereafter, Ameen. Bihurmati Sayyidul Mursaleen (ﷺ). 💝
~ Maassalam ~
Gausia Committee Bangladesh Women Wing.
💝সে করুণার শোকর গুজারের ভাষা নাই, যে করুণা নবীজি করেছেন মোদের!💝
💜গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সকল শুভাকাঙ্ক্ষীদের বাংলা নববর্ষ ও ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর অসংখ্য শুভেচ্ছা 💜
আলহামদুলিল্লাহ!
আজ রবিবার ১৪ই এপ্রিল ২০২৪ ইং বিকেল ৩ ঘটিকা হতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের ১০ম বর্ষপূর্তি উদযাপন এবং ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনলাইনে আলীশান খতমে গাউসিয়া শরীফ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে দেশ-বিদেশের মা-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। 💚
🔰পবিত্র কুরআন পাক হতে তিলাওয়াত ও নাতে রসূলের (ﷺ) পর, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, নুসরাত তামান্না সাহেবা এই আধ্যাত্মিক-অতুলনীয় সংগঠনের যাত্রা আরম্ভ হওয়া থেকে এই অব্দি হযরতে কেরামের নেক নিগাহে করমের বরকতে ১০ বছরের পথচলা এবং হুজুর কিবলাগণের পক্ষ থেকে প্রতি বছরের তোহফা, নায-নিয়ামত ও দোয়া লাভের শুকরিয়া আদায়সহ সবিস্তারে আলোচনা করেন।
অত:পর গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সমস্ত কর্মকর্তা, কর্মীবৃন্দ, সদস্যদের পক্ষ থেকে শুকরিয়া স্বরূপ পবিত্র খতমে গাউসিয়া শরীফ আদায় করা হয়।
উল্লেখ্য, মদিনা শরীফ থেকে উক্ত কমিটির নিবেদিত প্রাণ ঢাকা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দা মেহেরুন্নেসা ও UAE শাখার প্রতিনিধি সৈয়দা লুৎফুন্নেসা, সৈয়দা আল-মুমতাহিনাহ ফাসিহা,সৈয়দা তাসহীল রাহমা এবং মক্কা মুকাররামা হতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জোবেদা খানম সাহেবা সংযুক্ত ছিলেন। তিনি তাঁর মূল্যবান আলোচনায় মাশায়েখে হযরতের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া সম্পর্কে বর্ণনা করেন। একইসাথে, গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের মান্যবর উপদেষ্টা ফাতেমা জোহরা বেগম সাহেবা মক্কা মুকাররামায় খানায়ে ক্বাবার সম্মুখ হতে সকলের জন্য বিশেষ মুনাজাত পেশ করেন, আলহামদুলিল্লাহ। 💘
সেই সাথে অনলাইনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সালমা নাসরিন সাহেবা, দাওয়াতে খায়র সম্পাদক সৈয়দাতুন নূর সিদ্দিকা, দাওরায়ে ত্বরিকত সম্পাদক কাজী আয়েশা সাবরিন সাহেবাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীগণ।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে হযরতে কেরামের নেক নিগাহে থাকার, হুজুরের দরবারে মাকবুল মুরীদা ও খাদেমা হওয়ার তওফিক দিন, এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদের সাথে সংশ্লিষ্ট সকল সদস্য, কর্মকর্তাকে আরো আরো মকবূল খেদমতের আঞ্জাম দিয়ে দ্বীন-দুনিয়ায় কামিয়াব হওয়ার তওফিক দান করুন, আমীন। বিহুরমাতি সায়্যিদিল মুরসালীন (ﷺ)।💝
সালামান্তে,
গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ।